IMD Weather Update: ১, ২, ৩ জানুয়ারি...! ভারী বৃষ্টির হুঁশিয়ারি ৭ রাজ্যে, শৈত্যপ্রবাহ-কুয়াশা কাঁপাবে কোন কোন রাজ্য? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Weather Update: .আবহাওয়ার বড় হুঁশিয়ারি দিয়ে দিল আইএমডি। রাত পোহালেই নতুন বছর। আর এই নতুন বছরের শুরুতেই আমূল বদলে যেতে পারে কিছু রাজ্যের আবহাওয়ার মুড। দেশের একাধিক রাজ্যে নববর্ষ উদযাপনে বাধ সাধতে পারে বৃষ্টি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তামিলনাড়ুর আবহাওয়া কেমন থাকবে?তামিলনাড়ুর জন্য বর্ষা যেন চলে গিয়েও যাচ্ছে না। এখনও তামিলনাড়ুতে দফায় দফায় বৃষ্টিপাত অব্যাহত। আগামী তিনদিন তামিলনাড়ুর আবহাওয়া আবারও তার মেজাজ দেখাবে। ফলস্বরূপ, আবহাওয়া বিভাগ একটি সতর্কতা জারি করেছে যে ১, ২ এবং ৩ জানুয়ারি তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা।
advertisement
advertisement
advertisement
আজ বিহারের আবহাওয়া কেমন থাকবে?আজ, ৩১শে ডিসেম্বর বিহারের আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে আশা করা হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিহারের রাজধানী পটনা, গোপালগঞ্জ, জেহানাবাদ, গয়া, সিওয়ান, ভোজপুর, বক্সার, সরণ এবং পূর্ব চম্পারণে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ১লা জানুয়ারি কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
আজ উত্তরাখণ্ডের আবহাওয়া কেমন থাকবে?আজ (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে উত্তরাখণ্ডের আবহাওয়ার পরিবর্তন হবে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, চামোলি, উত্তরকাশী, দেরাদুন এবং পিথোরাগড়ের উঁচু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নৈনিতালে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আকাশও মেঘলা থাকবে।
advertisement
আজ দিল্লির আবহাওয়া কেমন থাকবে?আজ, ৩১শে ডিসেম্বর দিল্লির আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১লা জানুয়ারি, নিউ ইয়ার্স ডে-র জন্যও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। তবে, সকালে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
advertisement
advertisement
গত শুক্র ও শনিবার থেকেই ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল তাপমাত্রা। গতকাল মঙ্গলবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল। এর ফলেই দিনভর হাড়কাঁপুনি ঠান্ডা কলকাতায়। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস নীচে।






