নখ কালচে ও ভঙ্গুর হয়ে যাচ্ছে? শরীরে বাসা বেঁধেছে কোন রোগ? প্রতিরোধই বা কী ভাবে? চিকিৎসকের পরামর্শ জেনে নিন
- Published by:Tias Banerjee
Last Updated:
কেন কালচে হয়ে যায় আমাদের নখ? কেনই বা ভাঙতে থাকে? নেপথ্যে কোনও অসুখ? অনেকেই জানেন না। ফেলে রাখলেই বাড়ে ঝুঁকি। কী বলছেন চিকিৎসক?
advertisement
advertisement
advertisement
আরও একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে ছত্রাক সংক্রমণ। অনাইকোমাইকোসিস নামের এক ধরনের ফাঙ্গাল সংক্রমণে নখ কালো, ভঙ্গুর ও অস্বাভাবিক হয়ে ওঠে। এই সংক্রমণ নিশ্চিত করতে অনেক সময় KOH Mount নামের একটি সাধারণ পরীক্ষা প্রয়োজন হয়। সংক্রমণ ধরা পড়লে অ্যান্টি-ফাঙ্গাল ট্যাবলেট ও ক্রিমে সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক।
advertisement
advertisement
advertisement
advertisement
<strong>(Disclaimer):</strong> এই প্রতিবেদনে উল্লিখিত তথ্য ও পরামর্শ শুধুমাত্র সাধারণ সচেতনতার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এগুলি কোনওভাবেই চিকিৎসকের পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প নয়। নখ বা স্বাস্থ্যের কোনও সমস্যায় ভুগলে, কিংবা ওষুধ/পরীক্ষা শুরু করার আগে অবশ্যই যোগ্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।







