IMD Weather Update: পাহাড়ে তুষারপাত-সমতলে বৃষ্টির সম্ভাবনা, নতুন বছরে কোথায় কোথায় ঠান্ডার কাঁপুনি? আবহাওয়ার বড় খবর
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: বর্ষবরণের রাতে হতে পারে স্নো ফল। তাপমাত্রার পরিবর্তন পাহাড়ে দেখা গেলেও, অন্যত্র দেখা যাবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
advertisement
পাহাড়ে স্নো-ফল হয়েছিল গত সাত বছর আগে বর্ষবরণের রাতে। সে বার অবশ্য দার্জিলিংয়েও স্নো-ফল হয়। গোটা দার্জিলিং, ঘুম, সুখিয়াপোখরি ছেয়ে গিয়েছিল সাদা তুষারকণায়। মূলত, সেই সময় থেকেই শীতের মরশুমে পর্যটকদের পাহাড়ে আসাটা নেশায় পরিণত হয়। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অনুমান, আগামী ৩ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি এবং পাহাড়ে স্নো-ফল দুই-ই ঘটবে।
advertisement
advertisement
advertisement
মালদহে দুপুরের তাপমাত্রা থাকছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারেও তাই।আলিপুরদুয়ারে ১০ ডিগ্রি সেলসিয়াস।রাতে তাপমাত্রা আরও নামছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় শিলিগুড়িতে তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি। গোটা সিকিমেই তাপমাত্রা দশ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। দার্জিলিংয়ে ভোরের তাপমাত্রা থাকছে ৩.৮ ডিগ্রি।






