Stop Clock: আর করা যাবে না দেরি, পেনাল্টি হিসেবে বিপক্ষ পাবে ৫ রান, জেনে নিন নয়া নিয়ম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Stop Clock: এক ধাক্কায় পাঁচ রান পেয়ে যাবে বিপক্ষ দল
আহমেদাবাদ: ক্রিকেটের নতুন নিয়ম ঘোষণা করেছে আইসিসি৷ এটি একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ওভারের মধ্যে অযথা সময় খরচ কমাতে এই নয়া নীতি আনছে। এই নিয়মে একটি ওভারের পরের ওভার ৬০ সেকেন্ডের মধ্যে শুরু করতে হবে। বোলার তা না করতে পারলে বোলিং দলকে পাঁচ রানের জরিমানা করা হবে। এই নিয়মটি ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। সেখানে এটি সফল হলে, নিয়মিতভাবে এটি ব্যবহার করা হবে একদিনের ও টি টোয়েন্টি ম্যাচে৷
‘স্টপ ক্লক’
আইসিসি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ওডিআই এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষামূলক ভিত্তিতে ‘স্টপ ক্লক’ চালু করতে সম্মত হয়েছে। ওভারের মধ্যের সময় নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার করা হবে।যদি বোলিং দল আগের ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভারটি করার প্রস্তুতি শুরু করতে হবে, ইনিংসে তৃতীয়বার এরকম ঘটলে ৫ রান জরিমানা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন – Dev Uthani Ekadashi 2023 Upay: রাত পোহালেই এই বিশেষ একাদশী, দেবী তুলসীর আরাধনায় উপচে যাবে দাম্পত্য সুখ
এতে কে লাভবান হবে?
advertisement
ওভারের মধ্যে সময় নষ্ট কমাতে নতুন নিয়ম কার্যকর করার কথা ভাবা হচ্ছে। এই নতুন নিয়মে, বোলিং দলকে আগের ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভারটি বল করতে হবে। স্টপ ক্লক নিয়ম অনুসারে, বোলিং দল যদি পরের ওভার শুরু করতে ৬০ সেকেন্ডের বেশি সময় নেয়, তবে বিপক্ষের ব্যাটিং দলকে ৫ রান করে এক্সট্রা দেওয়া হবে। এই নিয়মে ব্যাটিং সাইড উপকৃত হবে, কারণ ক্রিকেটের মতো খেলায় একটি অতিরিক্ত রানও দলের জয় -হার নির্ধারণে ভূমিকা নেয়, এক্ষেত্রে একেবারে পাঁচটি রান অতিরিক্ত যোগ হবে৷
advertisement
পিচ এবং আউটফিল্ড সংক্রান্ত নিয়মও
আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে পিচ এবং আউটফিল্ড অবজারভেশন নিয়মে পরিবর্তনেরও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন যেকোনও ফিল্ডকে সাসপেন্ডও (৫ বছরের মধ্যে) করে দেওয়া হতে পারে৷ যদি ৬ ডিমেরিট পয়েন্ট হয় তাহলেই এই নিয়ম কার্যকর করা হবে৷ পুরনো নিয়ম অনুযায়ী, কোনও মাঠ যদি ৫ বছরের মধ্যে ৫ ডিমেরিট পয়েন্ট পেত তাহলে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে তাদের ওপর ব্যান থাকত৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 8:45 PM IST