Sara Tendulkar: সারা তেন্ডুলকর রেগে আগুন হয়ে সোশ্যাল মিডিয়ায় , তারপরেই যা হল...

Last Updated:
Sara Tendulkar: ক্ষোভে ফেটে পড়লেন  সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর৷  সম্প্রতি ডিপফেকের শিকার হয়েছেন।
1/7
ইদানিং নেটদুনিয়ায় সকলকে আতঙ্কে রেখেছে ডিপফেক ছবি৷ এই প্রযুক্তি ব্যবহার করে যে কোনও কারোর ছবিকে প্রয়োজনমতো বিকৃত করে দেওয়া এখন বাঁ হাতের খেলা৷ সাধারণ নেটিজেনরা যেমন এর শিকার হচ্ছেন, ঠিক তেমনিই তারকা, তারকা পরিবারের সদস্যরাও এর থাবা থেকে নিজেদের বাঁচাতে পারছেন না৷ এবার এই নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন  সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর৷  সম্প্রতি ডিপফেকের শিকার হয়েছেন।
ইদানিং নেটদুনিয়ায় সকলকে আতঙ্কে রেখেছে ডিপফেক ছবি৷ এই প্রযুক্তি ব্যবহার করে যে কোনও কারোর ছবিকে প্রয়োজনমতো বিকৃত করে দেওয়া এখন বাঁ হাতের খেলা৷ সাধারণ নেটিজেনরা যেমন এর শিকার হচ্ছেন, ঠিক তেমনিই তারকা, তারকা পরিবারের সদস্যরাও এর থাবা থেকে নিজেদের বাঁচাতে পারছেন না৷ এবার এই নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন  সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর৷  সম্প্রতি ডিপফেকের শিকার হয়েছেন।
advertisement
2/7
সেলিব্রেটিদের ছবি বা ভিডিও ট্যাম্পার করে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হচ্ছে।  সারাও এই ঘটনার শিকার হয়েছেন৷  ভারতীয় ওপেনার ব্যাটসম্যান শুভমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের একটা বিশেষ সম্পর্ক আছে এই নিয়ে প্রচুর জল্পনা রয়েছে৷ এই অবস্থায় একটি সারা-র ব্লু টিক দেওয়া অথচ ফেক অ্যাকাউন্ট থেকে বিকৃত ছবি পোস্ট করে দেওয়া হয়েছে৷ এরপরেই প্রবল উত্তেজনা ছড়িয়েছে৷
সেলিব্রেটিদের ছবি বা ভিডিও ট্যাম্পার করে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হচ্ছে।  সারাও এই ঘটনার শিকার হয়েছেন৷  ভারতীয় ওপেনার ব্যাটসম্যান শুভমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের একটা বিশেষ সম্পর্ক আছে এই নিয়ে প্রচুর জল্পনা রয়েছে৷ এই অবস্থায় একটি সারা-র ব্লু টিক দেওয়া অথচ ফেক অ্যাকাউন্ট থেকে বিকৃত ছবি পোস্ট করে দেওয়া হয়েছে৷ এরপরেই প্রবল উত্তেজনা ছড়িয়েছে৷
advertisement
3/7
সারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “সোশ্যাল মিডিয়া আমাদের সকলের জন্য আমাদের আনন্দ, দুঃখ এবং দৈনন্দিন কাজকর্ম শেয়ার করার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম। তবে প্রযুক্তির অপব্যবহার দেখে ভয় লাগছে, পরিস্থিতি উদ্বেগজনক। এইসব বিষয় সত্য থেকে দূরে সরিয়ে দেয়।"
সারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “সোশ্যাল মিডিয়া আমাদের সকলের জন্য আমাদের আনন্দ, দুঃখ এবং দৈনন্দিন কাজকর্ম শেয়ার করার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম। তবে প্রযুক্তির অপব্যবহার দেখে ভয় লাগছে, পরিস্থিতি উদ্বেগজনক। এইসব বিষয় সত্য থেকে দূরে সরিয়ে দেয়।"
advertisement
4/7
সারা আরও লিখেছেন, "আমার কিছু ডিপফেক ছবি আছে যা রিয়েলিটি থেকে বহু দূরে।" X-এ সারা তেন্ডুলকর নামে একটি অ্যাকাউন্ট (পুরনো ট্যুইটার) যেটা আসলে ফেক৷ তিনি বলেন ‘‘দৃশ্যত আমার নামে লোকেদের বিভ্রান্ত করে। আমার এক্স-এ কোনও অ্যাকাউন্ট নেই। আমি আশা করি X এই অ্যাকাউন্টগুলি দেখবে এবং সেগুলি সাসপেন্ড করে দেবে৷
সারা আরও লিখেছেন, "আমার কিছু ডিপফেক ছবি আছে যা রিয়েলিটি থেকে বহু দূরে।" X-এ সারা তেন্ডুলকর নামে একটি অ্যাকাউন্ট (পুরনো ট্যুইটার) যেটা আসলে ফেক৷ তিনি বলেন ‘‘দৃশ্যত আমার নামে লোকেদের বিভ্রান্ত করে। আমার এক্স-এ কোনও অ্যাকাউন্ট নেই। আমি আশা করি X এই অ্যাকাউন্টগুলি দেখবে এবং সেগুলি সাসপেন্ড করে দেবে৷
advertisement
5/7
আসলে সারা শুভমানের গলা জড়িয়ে দাঁড়িয়ে আছেন এই ছবিটিকে বিকৃত করে ছাড়া হয়েছিল৷ সারা ও শুভমানের এরকম কোনও ছবিই নেই৷
আসলে সারা শুভমানের গলা জড়িয়ে দাঁড়িয়ে আছেন এই ছবিটিকে বিকৃত করে ছাড়া হয়েছিল৷ সারা ও শুভমানের এরকম কোনও ছবিই নেই৷
advertisement
6/7
বরং যে ছবিটিকে এইভাবে ব্যবহার করা হয়েছিল সেটি আসলে সারা ও অর্জুনের একসঙ্গে একটি ফটো৷ সেখানেই অর্জুনের জায়গায় শুভমানকে বসিয়ে দেওয়া হয়েছিল৷
বরং যে ছবিটিকে এইভাবে ব্যবহার করা হয়েছিল সেটি আসলে সারা ও অর্জুনের একসঙ্গে একটি ফটো৷ সেখানেই অর্জুনের জায়গায় শুভমানকে বসিয়ে দেওয়া হয়েছিল৷
advertisement
7/7
এদিকে সারা এক্সকে এই বিষয়ে নজর দিতে বলার পরেই এক্স থেকে সারার সেই ব্লু টিক অ্যাকাউন্টটিট ডি অ্যাক্টিভেট করে দেওয়া হয়৷ বর্তমানে সেটির কোনও অস্তিত্ব নেই বলে জানা যাচ্ছে৷
এদিকে সারা এক্সকে এই বিষয়ে নজর দিতে বলার পরেই এক্স থেকে সারার সেই ব্লু টিক অ্যাকাউন্টটিট ডি অ্যাক্টিভেট করে দেওয়া হয়৷ বর্তমানে সেটির কোনও অস্তিত্ব নেই বলে জানা যাচ্ছে৷
advertisement
advertisement
advertisement