Sara Tendulkar: সারা তেন্ডুলকর রেগে আগুন হয়ে সোশ্যাল মিডিয়ায় , তারপরেই যা হল...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sara Tendulkar: ক্ষোভে ফেটে পড়লেন সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর৷ সম্প্রতি ডিপফেকের শিকার হয়েছেন।
ইদানিং নেটদুনিয়ায় সকলকে আতঙ্কে রেখেছে ডিপফেক ছবি৷ এই প্রযুক্তি ব্যবহার করে যে কোনও কারোর ছবিকে প্রয়োজনমতো বিকৃত করে দেওয়া এখন বাঁ হাতের খেলা৷ সাধারণ নেটিজেনরা যেমন এর শিকার হচ্ছেন, ঠিক তেমনিই তারকা, তারকা পরিবারের সদস্যরাও এর থাবা থেকে নিজেদের বাঁচাতে পারছেন না৷ এবার এই নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর৷ সম্প্রতি ডিপফেকের শিকার হয়েছেন।
advertisement
সেলিব্রেটিদের ছবি বা ভিডিও ট্যাম্পার করে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হচ্ছে। সারাও এই ঘটনার শিকার হয়েছেন৷ ভারতীয় ওপেনার ব্যাটসম্যান শুভমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের একটা বিশেষ সম্পর্ক আছে এই নিয়ে প্রচুর জল্পনা রয়েছে৷ এই অবস্থায় একটি সারা-র ব্লু টিক দেওয়া অথচ ফেক অ্যাকাউন্ট থেকে বিকৃত ছবি পোস্ট করে দেওয়া হয়েছে৷ এরপরেই প্রবল উত্তেজনা ছড়িয়েছে৷
advertisement
advertisement
সারা আরও লিখেছেন, "আমার কিছু ডিপফেক ছবি আছে যা রিয়েলিটি থেকে বহু দূরে।" X-এ সারা তেন্ডুলকর নামে একটি অ্যাকাউন্ট (পুরনো ট্যুইটার) যেটা আসলে ফেক৷ তিনি বলেন ‘‘দৃশ্যত আমার নামে লোকেদের বিভ্রান্ত করে। আমার এক্স-এ কোনও অ্যাকাউন্ট নেই। আমি আশা করি X এই অ্যাকাউন্টগুলি দেখবে এবং সেগুলি সাসপেন্ড করে দেবে৷
advertisement
advertisement
advertisement