Dev Uthani Ekadashi 2023 Upay: রাত পোহালেই এই বিশেষ একাদশী, দেবী তুলসীর আরাধনায় উপচে যাবে দাম্পত্য সুখ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Astro Tips: দেব উঠানি একাদশীকে হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়, এই দিনে ভগবান বিষ্ণু চার মাস যোগ নিদ্রার পর এদিন জেগে ওঠেন। এদিন থেকে সমস্ত শুভকাজ শুরু করা যায়৷ তুলসী ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়, ধর্মীয় বিশ্বাস অনুযায়ি এই দিনে তুলসীকে নানা জিনিস নিবেদন করা হয়৷ এতে ভগবান বিষ্ণু তুষ্ট হন, আর তাঁর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
Dev Uthani Ekadashi 2023 Upay:দেব উঠানি একাদশীতে তুলসী মাতাকে লাল রঙের ওড়না নিবেদন করা উচিত৷ এই নিবেদন করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং জীবনে সুখ শান্তি আসে। দেব উঠানি একাদশীতে তুলসী মাতাকে লাল রঙের ওড়না নিবেদন করা উচিত৷ এই নিবেদন করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং জীবনে সুখ শান্তি আসে।
advertisement
advertisement
advertisement
advertisement