Dev Uthani Ekadashi 2023 Upay: রাত পোহালেই এই বিশেষ একাদশী, দেবী তুলসীর আরাধনায় উপচে যাবে দাম্পত্য সুখ

Last Updated:
Astro Tips: দেব উঠানি একাদশীকে হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়, এই দিনে ভগবান বিষ্ণু চার মাস যোগ নিদ্রার পর এদিন জেগে ওঠেন। এদিন থেকে সমস্ত শুভকাজ শুরু করা যায়৷  তুলসী ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়, ধর্মীয় বিশ্বাস অনুযায়ি  এই দিনে তুলসীকে নানা জিনিস নিবেদন করা হয়৷  এতে ভগবান বিষ্ণু তুষ্ট হন, আর তাঁর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
1/5
Dev Uthani Ekadashi 2023 Upay:দেব উঠানি একাদশীতে তুলসী মাতাকে লাল রঙের ওড়না নিবেদন করা উচিত৷ এই নিবেদন করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং জীবনে সুখ শান্তি আসে। দেব উঠানি একাদশীতে তুলসী মাতাকে লাল রঙের ওড়না নিবেদন করা উচিত৷ এই নিবেদন করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং জীবনে সুখ শান্তি আসে।
Dev Uthani Ekadashi 2023 Upay:দেব উঠানি একাদশীতে তুলসী মাতাকে লাল রঙের ওড়না নিবেদন করা উচিত৷ এই নিবেদন করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং জীবনে সুখ শান্তি আসে। দেব উঠানি একাদশীতে তুলসী মাতাকে লাল রঙের ওড়না নিবেদন করা উচিত৷ এই নিবেদন করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং জীবনে সুখ শান্তি আসে।
advertisement
2/5
দেব উঠানি একাদশীর দিন তুলসী মাতাকে লাল সুতো দিয়ে বেঁধে রাখলে জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি উপচে পড়ে৷
দেব উঠানি একাদশীর দিন তুলসী মাতাকে লাল সুতো দিয়ে বেঁধে রাখলে জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি উপচে পড়ে৷
advertisement
3/5
তুলসী ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়, দেব উঠানি একাদশীর দিন ভগবান বিষ্ণুকে ১১টি তুলসী গাছের শাখা নিবেদন করলে মা তুলসী ও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় যাতে জীবন সুখময় হয়ে যায়৷
তুলসী ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়, দেব উঠানি একাদশীর দিন ভগবান বিষ্ণুকে ১১টি তুলসী গাছের শাখা নিবেদন করলে মা তুলসী ও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় যাতে জীবন সুখময় হয়ে যায়৷
advertisement
4/5
দেব উঠানি একাদশীতে তুলসী মাতাকে কাঁচা দুধ নিবেদন করতে হয়৷ এতে  মনস্কামনা পূরণ হয়।
দেব উঠানি একাদশীতে তুলসী মাতাকে কাঁচা দুধ নিবেদন করতে হয়৷ এতে  মনস্কামনা পূরণ হয়।
advertisement
5/5
দেব উঠানি একাদশীতে ১০৮ টি গিঁট বেঁধে তুলসী মাতাকে হলুদ সুতো অর্পণ করুন, এতে শ্রী হরির কৃপায় জীবনের সমস্ত সমস্যা দূর হবে।
দেব উঠানি একাদশীতে ১০৮ টি গিঁট বেঁধে তুলসী মাতাকে হলুদ সুতো অর্পণ করুন, এতে শ্রী হরির কৃপায় জীবনের সমস্ত সমস্যা দূর হবে।
advertisement
advertisement
advertisement