সেঞ্চুরিয়ানে ঋদ্ধিমানকে না খেলানোয় ক্ষুব্ধ লক্ষ্মী

Last Updated:

ঋদ্ধিকে সেঞ্চুরিয়ানে না খেলানোর সিদ্ধান্তে একেবারেই খুশি নন প্রাক্তন বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা ৷

#জোহানেসবার্গ: কেপটাউনে সিরিজের প্রথম টেস্টে ১০টা ক্যাচ নিয়ে নতুন রেকর্ড গড়ার পরেও দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়তে হয়েছে ঋদ্ধিমান সাহাকে ৷ চোটের কারণে ঋদ্ধিকে সেঞ্চুরিয়ানে না খেলানোর সিদ্ধান্তে একেবারেই খুশি নন প্রাক্তন বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা ৷ তিনি বলেন, ‘‘গত টেস্টে ভাল খেলেছিল ঋদ্ধি ৷ অধিনায়ক চোটের কথা বললেও পার্থিবকে খেলানোর জন্যই বসানো হল ঋদ্ধিকে ৷ ’’
শনিবার ঋদ্ধিমানের শহর কোচবিহারে একটি স্টেডিয়াম সংলগ্ন যুব-আবাস দেখতে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন ৷ কোচবিহার জেলার ক্রীড়া পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি ৷ সেখানে ঋদ্ধির প্রসঙ্গ উঠতেই প্রাক্তন বাংলা অধিনায়ক বলেন, “ যদি চোটের কারণে ঋদ্ধিমান বাইরে থাকেন তাহলে আলাদা বিষয়। কিন্তু সুস্থ অবস্থায় থাকা সত্ত্বেও যদি তাঁকে বাদ দেওয়া হয় তাহলে তা ঠিক হয়নি। এখন বিশ্বের সেরা উইকেটকিপারদের মধ্যে একজন ঋদ্ধিমান। একদিনের পারফরম্যান্সে সব বিচার হয় না।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সেঞ্চুরিয়ানে ঋদ্ধিমানকে না খেলানোয় ক্ষুব্ধ লক্ষ্মী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement