গ্যালারিতে জয় শাহ, সৌরভ কোথায়! পাক বধের পর আড়াল থেকে লিখলেন মহারাজ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: ভারত-পাকিস্তান ম্যাচে ছিলেন না সৌরভ। পাক বধের পর কী লিখলেন!
#দুবাই: এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ভারতীয় দল। পাকিস্তানের ইনিংস ১৪৭ রানে গুটিয়ে যায়। দুবাইয়ের উইকেটে ১৪৭ রান নিয়েও লড়াই করতে থাকে পাক দল। পকিস্তানের বোলাররা ক্রমাগত চপ বজায় রাখতে থাকে ভারতীয় ব্যাটারদের উপর। বিশেষ করে কে এল রাহুল ০ রানে আউট হওয়ার পর ভারতের চাপ অনেকটাই বেড়ে যায়।
ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতার ফলে একটা সময় ১৪৭ রান বেশ বড় মনে হচ্ছিল। রবীন্দ্র জাডেজা এবং হার্দিক পান্ডিয়া না থাকলে এই ম্যাচ বের করা ভারতের পক্ষে মুশকিল হতে পারত। বিরাট কোহলির ১০০তম টি-২০ ম্যাচ। ফলে এই ম্যাচের গুরুত্ব ভারতীয় দলের কাছে আলাদা রকমের ছিল।জদেজারা কোহলির ১০০তম ম্যাচ ফিকে হতে দিলেন না।
advertisement
আরও পড়ুন- Afghans celebrate India win : পাকিস্তান চোর, ভারত পরম বন্ধু! হার্দিকদের জয়ের সেলিব্রেশনে মাতল আফগানরাও
পান্ডিয়ার ১৭ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস ভারতীয় দলকে এই মযাচে জিততে সাহায্য করে। গুরুতবপূর্ণ সময়ে ৩৫ রানের ইনিংস খেলেন জাদেজা। তবে তিনি ম্যাচ শেষ করে ফিরতে পারেননি। শেষ ওভর পর্যনত টিকে থেকে পান্ডিয়া ম্যাচ জেতান। সব মিলিয়ে চাপের পরিস্থিতি জয় করেই এই ম্যাচে জিততে হয়েছিল ভারতীয় দলকে।
advertisement
advertisement
পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি টুইটরে লিখেছেন, ভারতীয় দলের জন্য এশিয়া কাপের শুরুটা ভাল হল। কঠিন পরিস্থিতি সত্ত্বেও ফোকাস ধরে রেখে জয় পেয়েছে দল।
ভারত পাকিস্তান ম্যাচে গ্যালারি আলো করে থাকবেন তারকারা। সমাজের বিভিন্ন স্তরের সেলেব্রিটিরা এই ম্যাচ দেখতে আসেন। এদিন গ্যালারিতে তারকাদের ভিড় ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা ছিলেন। ম্যাচের মাঝে বারবার জয় শাহকে ধরছিল ক্যামেরা। তবে দেখা পাওয়া যায়নি সৌরভের।
advertisement
Good result for india to start off..lot of composure in a tight situation ..@bcci @ImRo45
— Sourav Ganguly (@SGanguly99) August 29, 2022
আরও পড়ুন- কুর্তা-পাজামায় বিজয়, ক্যামেরাম্যান-এর কাছে বিশেষ অনুরোধ ভক্তদের
দুবাইতে ভারত-পাক ম্যাচে গ্যালারিতে ছিলেন না সৌরভ। এদিন গ্যালারিতে দেখা গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 6:03 PM IST