Afghans celebrate India win : পাকিস্তান চোর, ভারত পরম বন্ধু! হার্দিকদের জয়ের সেলিব্রেশনে মাতল আফগানরাও
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Afghanistan celebrates India win over Pakistan in Asia Cup 2022. পাকিস্তান চোর, ভারত পরম বন্ধু! হার্দিকদের জয়ের সেলিব্রেশনে মাতল আফগানরাও
#দুবাই: এবারের এশিয়া কাপে আফগানিস্তান ক্রিকেট দল দুর্দান্ত শুরু করেছে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে। রশিদ খান, মহম্মদ নবিদের দেশের মানুষেরা আফগানিস্তানের পরেই সবচেয়ে বেশি সমর্থন করে ভারতকে। তাই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় খুশি আফগানরা। জয় দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করেছে ভারত। দু'বল বাকি থাকতেই পাঁচ উইকেট পাকিস্তানকে হারিয়ে দিয়েছেন রোহিত শর্মারা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হার্দিক।
আরও পড়ুন - Virat and Rohit : ক্লাস ফাইভের ছেলেদের মতো শট নির্বাচন! বিরাট, রোহিতকে কড়া সমালোচনা সানির
যিনি চার ওভারে ২৫ রানে তিন উইকেট নেন। পরে চাপের মুখে ১৭ বলে অপরাজিত ৩৩ রান করেন। জয়সূচক শটও মারেন। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে বলটা উড়ে যেতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন। ভারতীয়দের মতোই অঙ্গভঙ্গি করতে লাগলেন। উত্তেজনার বশে টেলিভিশন স্ক্রিনেই হার্দিককে চুমু খেয়ে নিলেন এক আফগান। যে ভিডিয়ো সোশ্যল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
advertisement
চিরপ্রতিদ্বন্দ্বীকে হারানোয় ভারতীয়রা তো উচ্ছ্বাসে মেতে ওঠেন, বাদ যাননি আফগানরাও। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, হার্দিক জয়সূচক ছক্কা মারতেই উচ্ছ্বাসে ফেটে পড়ছেন আফগানরা। একটি ভিডিয়ো বিশেষভাবে ভাইরাল হয়ে গিয়েছে। টুইটারে পোস্ট করা সেই ভিডিয়োর ‘ভিউ’ ইতিমধ্যে সাত লাখ ছাড়িয়ে গিয়েছে। অসংখ্যবার রিটুইট হয়েছে। পেয়েছে ‘লাভ’-ও।
advertisement
Congratulations to all our brothers. Indians And Afghans🇦🇫🇮🇳. We the people Afghanistan celebrating this victory with or friend country indian people. #India #ViratKohli𓃵 #pandya #INDvsPAK pic.twitter.com/FFI5VvKE0d
— A H (@YousafzaiAnayat) August 28, 2022
advertisement
আসলে পাকিস্তানি সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক বছরের অর্ধেক সময় ধরে টেনশন থাকে। আফগানিস্তানের সাধারণ মানুষ মনে করে তাদের দেশে আবার তালিবানকে ফিরিয়ে আনার পেছনে বিশেষ ভূমিকা রয়েছে পাকিস্তান সেনা এবং আইএসআইয়ের। এর জন্য পাকিস্তানকে তারা ক্ষমা করতে পারেন না।
সেটাই প্রকাশ পেয়েছে ওই আফগান ব্যক্তির পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের সেলিব্রেশন দেখে। এমনকি পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত অর্থাৎ ডুরান্ড লাইনকেও খুব একটা গুরুত্ব দেয় না আফগানিস্তান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 4:18 PM IST