কুর্তা-পাজামায় বিজয়, ক্যামেরাম্যান-এর কাছে বিশেষ অনুরোধ ভক্তদের

Last Updated:
Vijay Deverakonda At Asia Cup cricket match in Dubai: কুর্তা-পাজামা পরে ক্রিকেট মাঠে। বিজয়কে দেখে মন ভরল তাঁর ভক্তদের।
1/6
তিনি মনেপ্রাণে ক্রিকেটভক্ত। আর তাই দুবাইতে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পৌছে গিয়েছিলেন। গোটা ম্যাচে ক্যামেরা বারবার বিজয় দেবরেকোন্ডার দিকে তাক করছিল।
তিনি মনেপ্রাণে ক্রিকেটভক্ত। আর তাই দুবাইতে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পৌছে গিয়েছিলেন। গোটা ম্যাচে ক্যামেরা বারবার বিজয় দেবরেকোন্ডার দিকে তাক করছিল।
advertisement
2/6
প্রাক-ম্যাচ শো চলাকালীন বিজয় দেবেরকোন্ডা বলেছিলেন, 'আমি খুব উত্তেজিত। আশা করি আজ কোহলি অন্তত ৫০ রান করবে। যদিও পাকিস্তানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করতে পারেননি কোহলি। তবে তিনি গুরুত্বপূর্ণ ৩৫ রানের ইনিংস খেলেছেন।
প্রাক-ম্যাচ শো চলাকালীন বিজয় দেবেরকোন্ডা বলেছিলেন, 'আমি খুব উত্তেজিত। আশা করি আজ কোহলি অন্তত ৫০ রান করবে। যদিও পাকিস্তানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করতে পারেননি কোহলি। তবে তিনি গুরুত্বপূর্ণ ৩৫ রানের ইনিংস খেলেছেন।
advertisement
3/6
কুর্তা-পাজামায় তাঁকে স্টেডিয়ামে দেখা গিয়েছিল। ভারতীয় দলের খেলা চলাকালীন তিনি টেনশনে নখ কাটছিলেন বারবার। যেমনটা একজন সমর্থক সচরাচর করে থাকেন।
কুর্তা-পাজামায় তাঁকে স্টেডিয়ামে দেখা গিয়েছিল। ভারতীয় দলের খেলা চলাকালীন তিনি টেনশনে নখ কাটছিলেন বারবার। যেমনটা একজন সমর্থক সচরাচর করে থাকেন।
advertisement
4/6
মাঠে বিজয়ের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোহলি, রোহিতদের জন্য তিনি গ্যালারি থেকে গলা ফাটাচ্ছিলেন।
মাঠে বিজয়ের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোহলি, রোহিতদের জন্য তিনি গ্যালারি থেকে গলা ফাটাচ্ছিলেন।
advertisement
5/6
ম্যাচের মাঝে বারবার বিজয়ের দিকে তাক করছিল ক্যামেরা। আর প্রতিবার তাঁকে দেখা গেলেই হাততালি দিচ্ছিলন সমর্থকরা।
ম্যাচের মাঝে বারবার বিজয়ের দিকে তাক করছিল ক্যামেরা। আর প্রতিবার তাঁকে দেখা গেলেই হাততালি দিচ্ছিলন সমর্থকরা।
advertisement
6/6
পাকিস্তানকে এশিয়া কাপে নিজেদর প্রথম ম্যাচেই ৫ উইকেটে হারিয়েছে ভারতীয় দল। বিজয় ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
পাকিস্তানকে এশিয়া কাপে নিজেদর প্রথম ম্যাচেই ৫ উইকেটে হারিয়েছে ভারতীয় দল। বিজয় ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
advertisement
advertisement