Sourav Ganguly: সৌরভের বাড়িতে ফের করোনার হামলা! একসঙ্গে আক্রান্ত গঙ্গোপাধ্যায় পরিবারের তিন সদস্য...

Last Updated:

Sourav Ganguly: কয়েকদিন আগে করোনায় সংক্রমিত হন বিসিসিআই সভাপতি সৌরভ। মঙ্গলবারই তাঁর পরিবারের আরও তিন জন করোনা আক্রান্ত হলেন।

সৌরভের পরিবারে ফের করোনার থাবা 
File Photo
সৌরভের পরিবারে ফের করোনার থাবা File Photo
#কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বেহালার বাড়িতে ফের করোনার (Coronavirus Bengal) আক্রমণ। কিছু দিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে। বেশ কয়েকদিন কাটাতে হয় হাসপাতালে। আজ মঙ্গলবার সৌরভের ছোট কাকা, সিএবি কোষাধক্ষ্য, দেবাশিষ গঙ্গোপাধ্যায়, খুড়তুতো ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং ভ্রাতৃবধূ জুঁই গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বেহালার বাড়িতে আইসোলেশনে আছেন পরিবারের আক্রান্ত তিন সদস্য।
advertisement
কিছু দিন আগেই করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ  (Sourav Ganguly) । এর পর গত শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। মঙ্গলবারই তাঁর পরিবারের আরও তিন জন করোনা আক্রান্ত হলেন। মৃদু উপসর্গ রয়েছে তাঁদের। এঁরা সকলেই বিএন রায় রোডের বাড়িতে থাকেন। প্রত্যেকেই বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। সৌরভের আপ্তসহায়কও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর জ্বর রয়েছে।
advertisement
দিন কয়েক আগে জ্বর আসছিল সৌরভের। শেষে করোনা পরীক্ষা করিয়ে দেখা যায়, তিনি পজিটিভ। তার পরেই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রসঙ্গত, এর আগে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং মা নিরূপা গঙ্গোপাধ্যায়ও কোভিড আক্রান্ত হয়েছিলেন।
advertisement
এদিকে বাংলায় এক ধাক্কায় করোনা আক্রান্তের (West Bengal Covid Update) সংখ্যা অনেকটা বেড়েছে মঙ্গলবার। যার জেরে রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার পার করল আজ। সোমবারের তুলনায় একধাক্কায় প্রায় ৫০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ (Coronavirus Bengal) আক্রমণ। কিছু দিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গো। রেহাই নেই কলকাতারও। বেলাগাম সংক্রমণ। আক্রান্ত হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি। ভাইরাসের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন প্রায় সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: সৌরভের বাড়িতে ফের করোনার হামলা! একসঙ্গে আক্রান্ত গঙ্গোপাধ্যায় পরিবারের তিন সদস্য...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement