Raj Subhashree Covid: দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত রাজ চক্রবর্তী, পজিটিভ শুভশ্রীও! কেমন আছে ছোট্ট ইউভান?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Raj Subhashree: কোভিডে আক্রান্ত হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এ কথা নিজেই ট্যুইটারে জানিয়েছেন রাজ।
#কলকাতা: আবারও কোভিডে আক্রান্ত হলেন রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। এ কথা নিজেই ট্যুইটারে জানিয়েছেন রাজ। তিনি লিখেছেন, আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তাঁরা (Raj Subhashree Covid)। করোনার জেরেই দিন তিনেক পরেই অনুষ্ঠিত হতে চলা ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির থাকতে পারবেন না উৎসবের চেয়ারপার্সন রাজ।
করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করে রাজ লেখেন, “আমি ও শুভশ্রী (Raj Subhashree Covid) দুজনেই করোনা আক্রান্ত হয়েছি। আপাতত বাড়িতেই রয়েছি। নিভৃতবাসে দিন কাটাচ্ছি।” এরই পাশাপাশি সবাইকে মাস্ক পরে, সমস্ত নিয়ম মেনে চলার আর্জিও জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
Subhashree and I have been tested positive for COVID-19. We are practicing home quarantine. Please stay safe, wear a mask and follow the COVID precautionary guidelines.@subhashreesotwe
— Raj chakrabarty (@iamrajchoco) January 4, 2022
উল্লেখ্য কিছু দিন আগেই চিকেন পক্সে আক্রান্ত হয়েছিলেন রাজ (Raj Chakraborty)। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে অবশেষে যোগ দিয়েছিলেন কাজে। সোমবার তাঁকে বারুইপুড়ে ফিল্ম সিটির পরিদর্শনেও যেতে দেখা যায়। সঙ্গে ছিলেন উত্তরপাড়ার বিধায়ন কাঞ্চন মল্লিক, বারুইপুরের বিধায়ক জুন মাল্যসহ অন্যান্য।
advertisement
এর আগে ২০২০ সালে কোভিড আক্রান্ত হয়েছিলেন রাজ (Raj Chakraborty)। অন্যদিকে শুভশ্রীর করোনা আক্রান্ত হন গত বছরের এপ্রিলে। দ্বিতীয় বার তাঁরা করোনা আক্রান্ত হওয়ার চিন্তায় তাঁদের অনুরাগীরা। ফিল্ম ফেস্টিভ্যালের ঠিক আগেই এরকম খবরে বেড়েছে উদ্বেগও (Raj Subhashree Covid)। তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপাতত তেমনটাই চাইছেন তাঁদের অনুরাগীরা। তবে ছেলে ইউভানের বিষয়ে কিছু জানাননি রাজ বা শুভশ্রী কেউই। তাঁকে নিয়ে উদ্বিগ্ন দুই টলিউড সেলিব্রিটির অনুরাগীরা।
advertisement
গত বছর এপ্রিলেই করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী(Subhashree Ganguly)। সেই সময় তাঁর একরত্তি ছেলে এবং ইউভানের কেয়ারটেকারের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। সেইসময় টলিউডের সুন্দরী বলেছিলেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমার ছেলে, ইউভান একদম সুরক্ষিত রয়েছে, ও ওর কেয়ারটেকারের কাছে আছে। রাজ এখন ব্যারাকপুরে, আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। সবরকম সুরক্ষাবিধি মেনে চলছি, যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে। দয়া করে মাস্ক পরুন, স্যানিটাইজ করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস ফিরে এসেছে। সকলে সুরক্ষিত থাকুন।’ মাসকয়েক পরে রাজও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2022 12:05 AM IST