Srijato Tested Covid Positive: দ্বিতীয়বার করোনা আক্রান্ত শ্রীজাত! জানুন কেমন আছেন তিনি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Srijato Tested Covid Positive: দু'টি টিকার পরেও দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন কবি, পরিচালক শ্রীজাত। কেমন আছেন তিনি? নিজেই জানালেন শরীরের অবস্থা।
#কলকাতা: হু-হু করে বেড়ে চলেছে করোনা ভাইরাসের দাপট। কলকাতা তৃতীয় স্থানে রয়েছে সংক্রমণের হিসেবে। দিল্লি, মহারাষ্ট্র সব জায়গাতেই ফের করোনা তাণ্ডব শুরু হয়েছে। এই অবস্থায় অনেকেই করোনা টিকার দু'টি ডোজ নেওয়ার পরেও দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন। এবার দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন কবি, পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Tested Covid Positive)।
গত বছরেই করোনা আক্রান্ত হয়েছিলেন শ্রীজাত(Srijato Tested Covid Positive) এবং তাঁর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায়। সে সময়ে শ্রীজাতকে হাসপাতালে ভর্তি হতে না হলেও তাঁর স্ত্রীকে বেশ কয়েকদিন ভর্তি থাকতে হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। সে সময় করোনার জন্য বেশ আতঙ্কেই দিন কাটাতে হয়েছে তাঁকে। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন কবি। যদিও তাঁর স্ত্রীও এবার করোনা আক্রান্ত কিনা সে বিষয়ে কিছু জানাননি কবি।
advertisement
advertisement
শ্রীজাত সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে বেশ অ্যাক্টিভ(Srijato Tested Covid Positive)। এখানেই তিনি কবিতা, জীবনের নানা ঘটনা সব কিছু তুলে ধরেন। যা নিয়ে সমালোচনা, বিদ্রোহ এবং প্রশংসার ঝড় বয়ে যায়। এবার এই মাধ্যমেই শ্রীজাত জানালেন তিনি করোনা আক্রান্ত ফের একবার।
শ্রীজাত(Srijato Tested Covid Positive) লেখেন, "দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা'র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন।আর হ্যাঁ, এই ক'দিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে-জন্য মার্জনাপ্রার্থী।"
advertisement
সম্প্রতি শ্রীজাত তাঁর ছবি পরিচালনার কথা ঘোষণা করেছিলেন। 'মানবজমিন' ছবির শ্যুটিং শুরু না হলেও এই ছবি নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এই ছবিতে গান গাইতে দেখা যাবে শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংকে। গানের সুর করবেন জয় সরকার। প্রিয়াঙ্কা সরকার ও পরমব্রত চট্টোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যাবে তাঁর ছবিতে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কেও অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে। সৃজিত-শ্রীজাত খুব ভাল বন্ধু। তবে কবির দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই শোকের ছায়া ভক্ত মহলে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2022 7:06 PM IST