‘মোনা ডার্লিং'-এর সঙ্গে সৌরভ! দাদার এ কেমন বেশ! মহারাজ যেন ডন!

Last Updated:

Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় ডন-এর ভূমিকায়। পাশে মোনা ডার্লি। দেখেছেন এই ভিডিও?

কলকাতা: তাঁকে এমন বেশে এর আগে কেউ কখনও দেখেনি। এমনিতে বহু বিজ্ঞাপনে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে এর আগে তিনি কখনও কোনও বিজ্ঞাপনে ডন হননি। এই প্রথম দাদকে দেখা গেল ডন রূপে। দেখে হা হয়ে যাবেন।
একটি জনপ্রিয় বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ। আর সেই বিস্কুটের বিজ্ঞাপনে তাঁকে দেখা গেল ডনের ভূমিকায়। মোনা ডার্লি-এর সঙ্গে তিনি সোনা নিয়ে কথা বলছেন। দাদার এমন রূপ দেখে যে কেউ চমকে যাবেন। যেখানে যেমন, সেখানে একেবারে তেমন সৌরভ।
আরও পড়ুন- রুদ্ধশ্বাস থ্রিলারে ৩ উইকেটে জয় পেল ইউপি, টানা দ্বিতীয় হার গুজরাটের
বলিউডের চর্চিত খলনায়ক অজিত খানকে অনেকেরই হয়তো এখন মনে আছে! তাঁর মুখের একের পর এক ডায়ালগ জনপ্রিয় হয়েছিল। যুগের পর যুগ ধরে সেই ডায়ালগ লোকে শুনে আসছে। কেউ কেউ অবিকল নকল করে হাততালিও কুড়িয়েছেন। এবার অজিতের সেই বেশ ধরেছেন সৌরভ।
advertisement
advertisement
সিনেমায় অজিতের যাবতীয় কু-কর্মের সঙ্গী ছিল রবার্ট আর মোনা ডার্লিং। সৌরভ এবার সেই অজিতের ভূমিকায়। পরনে সাদা জ্যাকেট, চোখে সানগ্লাস, গলায় চেন। সৌরভের নতুন দেখে তাঁকে প্রথমে চেনা দায়!
ক্যামেরার সামনে তিনি যে বেশ স্বচ্ছল তা আগেও বুঝিয়েছেন সৌরভ। আর এবার বিজ্ঞাপনে ডন-এর ভূমিকায় সেটাই আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। সৌরভের এমন অভিনয় দেখে অনেকেই মজা করে লিখেছেন- বায়োপিকে দাদা কেন অন্য কোনও হিরোর খোঁজ করছেন! তিনি তো চাইলে নিজেই অভিনয় করতে পারেন।
advertisement
advertisement
অনেকে আবার মজা করে এটাও লিখেছেন- দাদা বাড়ি গেলে ডোনা বৌদি তোমায় আজ ঢুকতে দেবে না। কেউ আবার লিখেছেন- মোনা মনয়, ডোনা ডার্লিং বলো দাদা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘মোনা ডার্লিং'-এর সঙ্গে সৌরভ! দাদার এ কেমন বেশ! মহারাজ যেন ডন!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement