Sania Mirza Earning: টেনিস সুন্দরী দাপটের সঙ্গে খেলে রোজগার করলেন কত কোটি, জানলে চমকাবেন

Last Updated:
Sania Mirza Earning: সানিয়া মির্জা তার কেরিয়ারে ডাবলসে ৬টি গ্র্যান্ড স্ল্যাম এবং ৪৩টি ডাবলস শিরোপা জিতেছিলেন। সানিয়া তাঁর সফল কেরিয়ারে প্রচুর প্রাইজমানি জিতেছিলেন।
1/5
কলকাতা: সানিয়া মির্জার ২০ বছরের বর্ণাঢ্য কেরিয়ারের শেষ হয়েছে। ভারতীয় টেনিসের পোস্টার গার্ল নিজের টেনিসের রঙিন অধ্যায় শেষ করেছিলেন৷   সানিয়া মির্জা ৩৬ বছর বয়সে নিজের পেশাদার কেরিয়ারে ফুটস্টপ দিয়েথিলেন৷  ২০০৩ সালে সানিয়া একজন পেশাদার খেলোয়াড় হন। Photo- File 
কলকাতা: সানিয়া মির্জার ২০ বছরের বর্ণাঢ্য কেরিয়ারের শেষ হয়েছে। ভারতীয় টেনিসের পোস্টার গার্ল নিজের টেনিসের রঙিন অধ্যায় শেষ করেছিলেন৷   সানিয়া মির্জা ৩৬ বছর বয়সে নিজের পেশাদার কেরিয়ারে ফুটস্টপ দিয়েথিলেন৷  ২০০৩ সালে সানিয়া একজন পেশাদার খেলোয়াড় হন। Photo- File 
advertisement
2/5
সানিয়া মির্জা তার কেরিয়ারে ডাবলসে ৬টি গ্র্যান্ড স্ল্যাম এবং ৪৩টি ডাবলস শিরোপা জিতেছিলেন। সানিয়া তাঁর সফল কেরিয়ারে প্রচুর প্রাইজমানি জিতেছিলেন। মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের অর্থাৎ ডাব্লুটিএ ওয়েবসাইট অনুসারে, ২১ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত সানিয়া মির্জার মোট পুরস্কারের অর্থ ৬০ কোটি টাকার বেশি। ২০২৩ সালের প্রথম দুই মাসে প্রাইজমানির মাধ্যমে ১৬ লক্ষ টাকার বেশি আয় করেছেন এই টেনিস তারকা। ওয়েবসাইট অনুসারে, ২০০৮ সালে, সানিয়া মির্জা ৮ কোটিরও বেশি অর্থের পুরস্কার জিতেছিলেন। Photo- File 
সানিয়া মির্জা তার কেরিয়ারে ডাবলসে ৬টি গ্র্যান্ড স্ল্যাম এবং ৪৩টি ডাবলস শিরোপা জিতেছিলেন। সানিয়া তাঁর সফল কেরিয়ারে প্রচুর প্রাইজমানি জিতেছিলেন। মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের অর্থাৎ ডাব্লুটিএ ওয়েবসাইট অনুসারে, ২১ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত সানিয়া মির্জার মোট পুরস্কারের অর্থ ৬০ কোটি টাকার বেশি। ২০২৩ সালের প্রথম দুই মাসে প্রাইজমানির মাধ্যমে ১৬ লক্ষ টাকার বেশি আয় করেছেন এই টেনিস তারকা। ওয়েবসাইট অনুসারে, ২০০৮ সালে, সানিয়া মির্জা ৮ কোটিরও বেশি অর্থের পুরস্কার জিতেছিলেন। Photo- File 
advertisement
3/5
'বিদ্রোহী বা ট্রেন্ড সেটার নয়' সানিয়া মির্জা তাঁর  একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "যে মানুষরা নিজের মতো করে কাজ করার সাহস দেখান  তাঁদের মতের সঙ্গে পার্থক্য হলেও সমাজের সেই মতকে মান্যতা দেওয়া উচিত৷ কাউকেই ভিলেন ও হিরো হিসেবে দেখানো উচিত নয়৷ " Photo- File 
'বিদ্রোহী বা ট্রেন্ড সেটার নয়' সানিয়া মির্জা তাঁর  একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "যে মানুষরা নিজের মতো করে কাজ করার সাহস দেখান  তাঁদের মতের সঙ্গে পার্থক্য হলেও সমাজের সেই মতকে মান্যতা দেওয়া উচিত৷ কাউকেই ভিলেন ও হিরো হিসেবে দেখানো উচিত নয়৷ " Photo- File 
advertisement
4/5
তিনি আরও বলেছিলেন, ‘‘আমার মনে হয় না আমি কোনও নিয়ম বা অনুশাসন ভেঙেছি৷ ’’ ট্রেন্ড সেটার হওয়ার প্রশ্নে তিনি জানিয়েছেন, ‘‘আমি সততার সঙ্গে থাকতে চেষ্টা করি৷ আমি সারা জীবন সেটাই চেষ্টা করছি৷ আমি নিজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি৷ আমি নিজের শর্তে বাঁচার চেষ্টা করি৷’’ Photo- File 
তিনি আরও বলেছিলেন, ‘‘আমার মনে হয় না আমি কোনও নিয়ম বা অনুশাসন ভেঙেছি৷ ’’ ট্রেন্ড সেটার হওয়ার প্রশ্নে তিনি জানিয়েছেন, ‘‘আমি সততার সঙ্গে থাকতে চেষ্টা করি৷ আমি সারা জীবন সেটাই চেষ্টা করছি৷ আমি নিজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি৷ আমি নিজের শর্তে বাঁচার চেষ্টা করি৷’’ Photo- File 
advertisement
5/5
সানিয়া মির্জা বলেছেন, ‘‘আমার মনে হয় প্রত্যেকের এমন কাজ করতে সক্ষম হওয়া উচিত, তাঁদের স্বাধীনতা থাকা উচিত৷ কারোর যেন মনে না হয় আপনি নতুন ট্রেন্ড সেট করতে যাচ্ছেন৷ কারোর যেন মনে হয় আমি কোনও বিদ্রোহী বা কোনও নিয়ম ভাঙি৷’’ Photo- File 
সানিয়া মির্জা বলেছেন, ‘‘আমার মনে হয় প্রত্যেকের এমন কাজ করতে সক্ষম হওয়া উচিত, তাঁদের স্বাধীনতা থাকা উচিত৷ কারোর যেন মনে না হয় আপনি নতুন ট্রেন্ড সেট করতে যাচ্ছেন৷ কারোর যেন মনে হয় আমি কোনও বিদ্রোহী বা কোনও নিয়ম ভাঙি৷’’ Photo- File 
advertisement
advertisement
advertisement