Sourav Ganguly: ২০ বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন সৌরভ-পন্টিং! কীভাবে? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
India vs Australia ICC World Cup 2023 Final: আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ফের একবার আমনে-সামনে হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং।
কলকাতা: কুড়ি বছর আগে কোটি কোটি দেশবাসীর মনে স্বপ্ন জাগিয়েও শেষ পর্যন্ত তা পূরণ করতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া। ২০০৩ বিশ্বকাপে ট্রফি ছোঁয়া হয়নি মহারাজের। কুড়ি বছর পর কার্যত বদলার ম্যাচ ভারতের কাছে। কারণ বিশ্বকাপ ফাইনালে ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ২০০৩ সালে যা অধরা থেকে গেছে তা এবার পূরণ হোক রোহিতের হাত ধরে সেটা চাইছেন স্বয়ং সৌরভও।
তবে কুড়ি বছর আগের অধরা স্বপ্ন এইবার নিজেও মিটিয়ে নিতে পারবেন প্রাক্তন ভারত অধিনায়ক। রবিবার রাতে রোহিত শর্মার হাতে বিশ্বকাপ উঠলে সৌরভ উচ্ছ্বাস করতে পারবেন। কিন্তু কীভাবে পারবেন? সূত্রের খবর, টিভি সম্প্রচারকারী সংস্থা ফাইনালে সৌরভকে ধারাভাষ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যদি খুব পরিবর্তন না ঘটে তাহলে সেই অনুরোধে সাড়া দিয়ে বিশ্বকাপ ফাইনালে কমেন্ট্রি বক্সে থাকবেন সৌরভ।
advertisement
পাকাপাকি না হলেও এখনও পর্যন্ত যা খবর, শনিবার রাতেই আহমেদাবাদ পৌছবেন প্রাক্তন ভারত অধিনায়ক। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শেষবার ধারাভাষ্য দিয়েছিলেন মহারাজ। তারপর থেকে নিজের শুটিং এবং দিল্লি ক্যাপিটালস দলকে নিয়ে ব্যস্ত থাকার কারণে সেভাবে আর ধারাভাষ্য দেননি। চলতি বিশ্বকাপে প্রথম থেকেই সৌরভের কাছে প্রস্তাব থাকলেও তা ফিরিয়ে দিয়েছিলেন মহারাজ। তবে মেগা ফাইনালে একদিনের জন্য সৌরভকে ফের অনুরোধ করা হয়। অনুরোধ পাওয়ার পর তা ভেবে দেখছেন বলে সৌরভ জানিয়েছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: Mohammad Shami: শামির সাত উইকেটের আগুন হল বিমান ভাড়া! মুম্বই-দিল্লির থেকে দামি শহর এখন আহমেদাবাদ
তবে প্রথমে নিমরাজি থাকলেও পরে দেশের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে রাজি হয়েছেন বলেই সূত্রের খবর। মহারাজের কাছে যে প্রস্তাব পৌঁছেছে তা নিজেই জানিয়েছেন সৌরভ। ফলে ফের একবার ধারাভাষ্যে ভারত অস্ট্রেলিয়া টক্কর হতে চলেছে। ফিরে আসতে চলেছে ২০০৩ এর ফাইনালের মুহূর্ত। কারণ ধারাভাষ্য একদিকে যখন সৌরভ তখন অন্য দিকে থাকবেন রিকি পন্টিং। ফলে বোঝাই যাচ্ছে মাঠের ভিতরে যুদ্ধ এবং ধারাভাষ্যেও হাই ভোল্টেজ উন্মাদনা পেতে চলেছে আমজনতা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 3:17 PM IST