Mohammad Shami: শামির সাত উইকেটের আগুন হল বিমান ভাড়া! মুম্বই-দিল্লির থেকে দামি শহর এখন আহমেদাবাদ

Last Updated:

India vs Australia ICC World Cup 2023 Final Mohammad Shami: মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মহম্মদ শামির আগুেন স্পেলে ৭ উইকেটের সৌজন্যে ফাইনাল নিশ্চিৎ হয় ভারতের। আর তারপর থেকেই বিদ্যুতের গতিতে বে়ড়েছে ঘরোয়া ও আন্তর্জাতিক প্লেনের ভাড়া।

মহম্মদ শামি (Photo Courtesy- AP)
মহম্মদ শামি (Photo Courtesy- AP)
আহমেদাবাদ: ১২ বছর পর ফের একবার ঘরের মাটিতে বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। একদিনের ক্রিকেটে তৃতীয়বার বিশ্বজয়ের মাঝে ভারতের সামনে বাধা এখন শুধু অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্ব ক্রিকেটের মহারণ ঘিরে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ। একইসঙ্গে পাল্লা দিয়ে ঝড়ের গতিতে বেড়েছে বিমানের টিকিটের দাম।
মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মহম্মদ শামির আগুনে স্পেলে ৭ উইকেটের সৌজন্যে ফাইনাল নিশ্চিৎ হয় ভারতের। শামির কারণেই ভারতীয় ক্রিকেট দলের ফাইনাল ম্যাচ খেলার পথ সহজ হয়েছে। আর তারপর থেকেই বিদ্যুতের গতিতে বেড়েছে ঘরোয়া ও আন্তর্জাতিক বিমানের ভাড়া। ফাইনাল দেখতে দেশের বিভিন্ন রাজ্য তো বটেই বিভিন্ন দেশ থেকেও ক্রিকেট প্রেমিদের এখন গন্তব্য আহমেদাবাদ। আর এই সময় ঘরোয়া ফ্লাইটের ভাড়া বেড়েছে প্রায় ৫ গুন ও আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া বেড়েছে প্রায় ৪ গুন।
advertisement
১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনালে উপলক্ষ্যে ড্রিমস হলিডেজের মালিক রাজা আগরওয়ালের জানান, “আভ্যন্তরীন ফ্লাইটের ভাড়া বেড়েছে ৫ গুণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া বেড়েছে ৪ গুণ। ব্যাংককের ফ্লাইট ইতিমধ্যেই হাউসফুল। বিশ্বকাপের ফাইনাল দেখতে দুবাই, সিঙ্গাপুর, কানাডা, লন্ডন, আমেরিকা, নিউজিল্যান্ড সহ অনেক দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ আসবেন। এছাড়াও দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই সহ অন্যান্য রাজ্য থেকেও বিপুল সংখ্যক মানুষ ম্যাচ দেখতে আসবেন।”
advertisement
advertisement
এক ঝলকে দেখে নিন ফাইনালের দিন ফ্লাইটের টিকিটের দাম-
দুবাই- ৭০ হাজার টাকা (সাধারণ সময় ১০ থেকে ১৫ হাজার টাকা)
কানাডা- ১ লক্ষ থেকে ২ লক্ষ (সাধারণ সময় ৫০ হাজার থেকে ১ লক্ষ)
আমেরিকা- ১ লক্ষ থেকে ২ লক্ষ (সাধারণ সময় ৫০ হাজার থেকে ১ লক্ষ)
নিউজিল্যান্ড- ৮০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজার ( সাধারণ দিনে ৪০ থেকে ৮০ হাজার)
advertisement
এক ঝলকে দেখে নিন ফাইনালের দিন ফ্লাইটের টিকিটের দান-
দিলিল- ২৪ হাজার টাকা (সাধারণ দিনে ২ থেকে ৪ হাজার)
বেঙ্গালুরু- ২৭ হাজার ( সাধারণ দিনে ৫ থেকে ৮ হাজার)
হায়দরাবাদ- ৩০ হাজার (সাধারণ দিনে ৬ হাজার)
চেন্নাই- ১৮ থেকে ২০ হাজার (সাধারণ দিনে ৬ থেকে ৮ হাজার)
advertisement
শুধু ফ্লাইট ভাড়া নয়, ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে বেড়েছে আহমেদাবাদের হোটেল ভাড়াও। শোনা যাচ্ছে ১ লক্ষ টাকা পর্যন্ত উঠেছে হোটোলের দাম। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে , ট্যাক্সি ভাড়া, পার্কিং রেট, গাড়ির ভাড়া এবং খাবারের দাম
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammad Shami: শামির সাত উইকেটের আগুন হল বিমান ভাড়া! মুম্বই-দিল্লির থেকে দামি শহর এখন আহমেদাবাদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement