Virat Kohli: সেঞ্চুরির পর ড্রেসিং রুমে গিয়ে অনুষ্কাকে হন্যে হয়ে খুঁজছেন কোহলি, কিন্তু কারণটা কী? ভাইরাল ভিডিও

Last Updated:

Virat Kohli: বিরাট কোহলি আউট হওয়ার পর আরও একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে আউট হয়ে সাজঘরে ফিরে অনুষ্কা শর্মাকে কার্যত হন্যে হয়ে খুঁজছেন বিরাট কোহলি।

মুম্বই: বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের ওডিআই কেরিয়ারের ৫০ তম শতরান করে ইতিহাস তৈরি করেছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের ঘরের মাঠে তাঁর সামনে তাঁরই রেকর্ড ভেঙেছেন কোহলি। সেঞ্চুরি করার পর কোহলি উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। সচিন তেন্ডুলকরের সামনে অবনত হওয়ার পাশাপশি অনুষ্কা শর্মাকে চুমু ছুড়ে দেন বিরাট। অনুষ্কাও পাল্টা আদরে ভরিয়ে দেন কোহলিকে।
কিন্তু মাঠের এই দৃশ্য তো সকলের দেখা। বিরাট কোহলি আউট হওয়ার পর আরও একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে আউট হয়ে সাজঘরে ফিরে অনুষ্কা শর্মাকে কার্যত হন্যে হয়ে খুঁজছেন বিরাট কোহলি। ভাইরাল হওয়া ভিডিও সকলের মন ছুঁয়ে গিয়েছে। অনুষ্কার প্রতি কতটা প্রেম তা ফুটে ওঠে ভিডিওতে।
ভিডিওতে দেখা যায়, ভারতীয় দলের সাজঘরের ঠিক উপরেই বসছিলেন অনুষ্কা শর্মা ও সহ অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী-রা। আউট হওয়ার পর বিরাট কোহলি সাজঘরের রেলিং ধারে এসে বারবাক উঁকি দিয়ে উপর তলায় বসে থাকা অনুষ্কাকে দেখার চেষ্টা করেন। কিন্তু অনুষ্কা চেয়ারে থাকায় শেষমেশ দেখতে না পেয়ে সাজঘরের ভিতরে চলে যান কোহলি।
advertisement
advertisement
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ৩৯৭ রান করে ভারত। সেঞ্চুরি করেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। ৮০ রান করেন শুভমান গিল। রান তাড়া করতে নেমে ৩২৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। মিচেলের সেঞ্চুরিও বাঁচাতে পারেনি কিউইদের। ভারতের হয়ে একাই ৭টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মহম্মদ শামি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: সেঞ্চুরির পর ড্রেসিং রুমে গিয়ে অনুষ্কাকে হন্যে হয়ে খুঁজছেন কোহলি, কিন্তু কারণটা কী? ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement