Siliguri News: আন্তর্জাতিক তায়কোন্ডোতে জোড়া সোনা, দেশের মান রাখল শিলিগুড়ির শ্রেয়া
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Siliguri News: কলকাতায় অনুষ্ঠিত চতুর্থ এওটি কাপ তায়কোন্ডো চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা ও রুপার পদক জয় করে সকলকে চমকে দিয়েছে শিলিগুড়ির মেয়ে শ্রেয়া বসাক।
শিলিগুড়ি : আন্তর্জাতিক তায়কোন্ডোতে দেশকে জোড়া সোনা উপহার দিল শিলিগুড়ির মেয়ে শ্রেয়া বসাক। গর্বিত শিলিগুড়িবাসী তথা গোটা দেশ । ছোটবেলা থেকেই খেলার প্রতি বিশেষ ঝোঁক রয়েছে শ্রেয়ার। স্কুল থেকেই তায়কোন্ডোতে মনোনিবেশ করেছিল সে। তাঁর প্রতিভা, সাহসিকতা এবং দীর্ঘ দিনের কঠিন পরিশ্রম আবারও দেশের ঝুলিতে এনে দিল সোনার পালক। কলকাতায় অনুষ্ঠিত চতুর্থ এওটি কাপ তায়কোন্ডো চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা ও রুপার পদক জয় করে সকলকে চমকে দিয়েছে শ্রেয়া। গ্রুপ প্যাটার্ন ও নিজস্ব স্প্যারিং বিভাগে সোনার পদক এবং নিজস্ব প্যাটার্নে রুপোর পদক জিতেছে শ্রেয়া।
প্রসঙ্গত, ভারত সহ ৯ টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে ফাইনাল রাউন্ডে নেপাল কে হারিয়ে শ্রেয়ার এই জয়। বর্তমানে সে টেকনো ইন্ডিয়া গ্রুপের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি দ্বিতীয় বর্ষের ছাত্রী। মাঝে দু বছর কোভিড এবং পড়াশোনার জন্য প্র্যাকটিস বন্ধ ছিল। তবে ছোট থেকেই খেলাধুলোর প্রতি তাঁর যে ভালোবাসা ছিল সেই টানেই একই বছরে আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে দু’বার সোনা জিতলেন শিলিগুড়ির শ্রেয়া বসাক। এর আগে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান তায়কোন্ডো প্রতিযোগিতায় সোনা জেতেন শ্রেয়া।
advertisement
আরও পড়ুনঃ Sourav Ganguly: খুব দুশ্চিন্তায় সৌরভ গঙ্গোপাধ্যায়! জীবন বাঁচাতে অন্য মাঠে নামতে চলেছেন ‘মহারাজ’
advertisement
এই প্রসঙ্গে শ্রেয়া বলেন,”তায়কোন্ডো আমার জীবনকে সম্পূর্ন করে। এই স্পোর্টস আমাকে অনেক কিছু শিখিয়েছে । আমার পড়াশোনার পাশাপাশি আগামীদিনেও দেশের হয়ে খেলে যাবো। সোনা জেতা বা না জেতাটা বড় কথা নয়, পারফরেকশনটাই আমার কাছে ভীষণ জরুরি। প্রতিদিনই নতুন কিছু শিখছি আর নিজেকে ডেভলপ করছি। কীভাবে আরও ভাল জায়গায় নিজেকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করছি।” শ্রেয়া নিজের সাফল্যের জন্য কৃতিত্ব দেন তাঁর কোচকে। মেয়ের সাফল্যের সবথেকে বেশি খুশি তার বাবা-মা। মেয়ে আরও ভালো খেলুক এটাই তারা সবসময় চেয়ে এসেছে । বাংলার ক্রীড়ামহলের প্রত্যাশাও সেটাই।
advertisement
অনির্বাণ রায়
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 6:00 PM IST