Sourav Ganguly: খুব দুশ্চিন্তায় সৌরভ গঙ্গোপাধ্যায়! জীবন বাঁচাতে অন্য মাঠে নামতে চলেছেন 'মহারাজ'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly worried about the health update of Bengal: হঠাৎ কী হল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কেন দুশ্চিন্তায় রয়েছেন তিনি? পারিবারিক সমস্যা না অন্য কিছু? এমনই একাধিক প্রশ্ন ঘুরছে সোশ্য়াল মিডিয়া ও সৌরভ ফ্য়ানেদের মনে।
কলকাতা: হঠাৎ কী হল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কেন দুশ্চিন্তায় রয়েছেন তিনি? পারিবারিক সমস্যা না অন্য কিছু? এমনই একাধিক প্রশ্ন ঘুরছে সোশ্য়াল মিডিয়া ও সৌরভ ফ্য়ানেদের মনে। সৌজন্যে একটি ভিডিও। যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে জানিয়েছেন তিনি দুশ্চিন্তায় রয়েছেন। তাও শুধু নিজের জন্য নয়, সকলকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মহারাজ।
আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। যেখানে সকলের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টকে। এনবকী সকলকে বাঁচাতে নতুন কিছু শুরু করার কথাও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যেই ভিডিও মুহূর্তে ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
ভিডিওতে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন,”কয়েকদিন আগে খবরের কাগজে আমি এমন কিছু পড়লাম, যেটা পড়ে আমার দুশ্চিন্তা হচ্ছে। আমাদের, আপনার, সবার স্বাস্থ্য নিয়ে। আপনারা তো আমাদের বহুদিন দেখেছেন খেলার মাঠে। তবে এবার আমি নামছি স্বাস্থ্যের মাঠে। আমাদের এই প্রবলেম থেকে বাঁচতে হবে কীভাবে সেটাই বলতে আসছি আমি। তাহলে দেখতে থাকুন।”
advertisement
advertisement
কেন সকলের স্বাস্থ্য নিয়ে চিন্তার কথা বললেন তা প্রথমে বোঝা না গেলেও, পরে কিছুটা পরিষ্কার হয়। আসলে এই ভিডিও বিজ্ঞাপনের জন্য। বিখ্যাত একটি চবনপ্রাশ কোম্পানির বিজ্ঞাপন করছেন সৌরভ। যেই কোম্পানির হয়ে এর আগে বিজ্ঞাপন করেছেন বলিউডের একাধিক তারকা। এবার সেই বিজ্ঞাপনে দেখা যাবে সৌরভকে। আর একটি ভিডিও শেয়ার করেন সৌরভ। সেখানেই জানা যায় আসল বিষয়টি।
advertisement
প্রসঙ্গত, কয়েক দিন আগেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সৌরভের নাম। এছাড়া আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সৌরভ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 4:46 PM IST