বিশ্বকাপে খারাপ খেলায় বাদ সূর্যকুমার যাদব! দলে ফিরলেন 'অবহেলিত' ২ ক্রিকেটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Suryakumar Yadav out IND vs SA ODI Series: ৩০ নভেম্বর আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে একাধিক চমক দিয়েছেন নির্বাচকরা।
দিল্লি: ৩০ নভেম্বর আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রোটিয়া সফরে টি-২০, ওডিআই ও টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন আলাদা আলাদা অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে একাধিক চমক দিয়েছেন নির্বাচকরা।
বিশ্বকাপে সূর্যকুমার যাদবের খারাপ পারফরম্যান্সের পরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁকে অধিনায়ক করা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। দক্ষিণ আফ্রিকা সফরেও টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন সূর্য। কিন্তু প্রোটিয়া সফরে ওডিআই সিরিজে দলে রাখা হয়নি সূর্যকুমার যাদবকে। ওডিআইতে লাগাতার খারাপ খেলার ফলেই সূর্যকুমার যাদবকে ছাঁটাই করা হয়েছে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
advertisement
অন্যদিকে, ওডিআই সিরিজে দলে ফিরেছেন সঞ্জু স্যামসন ও যুজবেন্দ্র চাহল। ন। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সময় বেশ আলোচনায় ছিলেন স্যামসন। ওই সিরিজ থেকে তাকে উপেক্ষা করা হয়। এছাড়া লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলও দীর্ঘ দিন ধরে উপেক্ষিত ছিল ভারতীয় দলে। তিনিও দক্ষিণ আফ্রিকার সফরে ওডিআই সিরিজে দলে জায়গা পেয়েছেন।
advertisement
অন্যদিকে, টি-২০ ক্রিকেটে দেশের জার্সিতে লাগাতার ভাল পারফরম্যান্সের ফল পেয়েছেন রিঙ্কু সিং। দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজে দলে রয়েছেন কেকেআর তারকা। এবার ৫০ ওভারের ক্রিকেটেও নিজের ক্যারিশ্মা দেখাতে মুখিয়ে রয়েছেন
advertisement
দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজে ভারতের স্কোয়াড: ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান , অর্শদীপ সিং, দীপক চাহার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 1:53 PM IST