Shubman Gill Health Update: এল ভাল খবর, হাসপাতাল থেকে ছুটি, এবার আহমেদাবাদ যাচ্ছেন শুভমান

Last Updated:

Shubman Gill Health Update: সূত্রের খবর ৭০ থেকে ৮০ শতাংশ ফিট হয়েছেন।

এল ভাল খবর, হাসপাতাল থেকে ছুটি, এবার আহমেদাবাদ যাচ্ছেন শুভমান
এল ভাল খবর, হাসপাতাল থেকে ছুটি, এবার আহমেদাবাদ যাচ্ছেন শুভমান
চেন্নাই: কিছুটা সুস্থ শুভমন গিল।‌ সূত্রের খবর, আজ চেন্নাই থেকে বিশেষ বিমানে আহমেদাবাদ রওনা দেবেন ভারতী ওপেনার। বৃহস্পতিবার দিল্লি থেকে পাকিস্তান ম্যাচ খেলতে আহমেদাবাদ যাবে রোহিত বাহিনী। বুধবার তাই চেন্নাই থেকে সরাসরি আহমেদাবাদে গিলকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে বিশ্রাম করবেন তিনি।
পরিস্থিতি বুঝে অনুশীলনে নামতে পারেন। সূত্রের খবর ৭০ থেকে ৮০ শতাংশ ফিট হয়েছেন। সোমবার বিকেলে চেন্নাইতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে মঙ্গলবারই ছেড়ে দেওয়া হয়। প্লেটিলেট কমায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বেশ ভালভাবেই সুস্থ হচ্ছেন ভারতীয় ওপেনার শুভমান গিল।
advertisement
advertisement
ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, গিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু সেটা সাবধান থাকার কারণেই। তবে এখন শুভমান হোটেলে ফিরে এসেছে। মেডিক্যাল টিম ওর দিকে নজর রেখেছে। আশা করছি শুভমান দ্রুত সুস্থ হয়ে উঠবে। আগের থেকে ওকে এখন অনেক সুস্থ লাগছে।
ভারতের ব্যাটিং কোচ রাঠোর এই বিষয়ে আরও জানান প্রাক-ম্যাচের সংবাদ সম্মেলনে বলেছিলেন, “তিনি সুস্থ হয়ে উঠছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল,  এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ছিল। তিনি হোটেলে ফিরে এসেছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন।’’ এছাড়াও তিনি আরও বলেন,  ‘‘মেডিক্যাল টিমের অভজারভেশনে রয়েছেন এবং আমরা যা কিছু আপডেট পাচ্ছি, আমরা আশা করছি যে তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তাঁর পরিস্থিতি ভালই হচ্ছে বলে মনে হচ্ছে।”
advertisement
Eron Roy Burman
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shubman Gill Health Update: এল ভাল খবর, হাসপাতাল থেকে ছুটি, এবার আহমেদাবাদ যাচ্ছেন শুভমান
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement