Shahrukh Khan Pathan Look: কে বলবে ৫৬ বছর বয়স! কেকেআর ম্যাচের আগে হাজির শাহরুখ 'পাঠান' খান
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shahrukh Khan As Pathan: ৫৬ বছর বয়সে এমন লুক! আজ কেকেআর ম্যাচ। তার আগে শাহরুখ খানের এমন চেহারা নিয়ে হইচই।
#মুম্বই: লোকজন বলছে, শাহরুখ খান আইপিএল ২০২২ মরশুম শুরুর আগে ফাঁদ পেতেছেন।
আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। তার আগে ইচ্ছে করে এই ফাঁদ পেতেছেন কিং খান। অভিযোগ এমনই।
৫৬ বছর বয়সী অভিনেতা শার্টলেস ছবি শেয়ার করে ভক্তদের ঘুম উড়িয়ে দিয়েছেন। এইট-প্যাক অ্যাবস। SRK-এর পরনে প্যান্ট এবং সানগ্লাস। শাহরুখের দিকে থেকে তাঁর ভক্তরা চোখ সরাতে পারছেন না যেন! ছবিটি তার আসন্ন সিনেমা পাঠানের সেটে তোলা বলে মনে হচ্ছে। অভিনেতা গত কয়েক সপ্তাহে স্পেনে ছিলেন। সেখানে তিনি দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে ছবির শুটিং করছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- ক্যারিবিয়ান জোড়া ফলায় চেন্নাইকে উচিত শিক্ষার গেম প্ল্যান নাইটদের
ছবিটি শেয়ার করে, শাহরুখ তার আসন্ন OTT প্ল্যাটফর্ম, SRK+-এর আগমণী বার্তা দিয়েছেন। একইসঙ্গে তিনি লিখেছেন, "শাহরুখ আগর থোদা রুখ ভি গ্যায়া তো পাঠান কো ক্যাসে রোকোগে.. অ্যাপস অর আবস সব বানা ডালুঙ্গা...।"
৫৬ বছরের কিং খানের এই লুক দেখে ভক্তরা হতবাক হয়েছিলেন। অনেক ভক্ত তো বিশ্বাসই করতে পারছেন না, এটা আদতে শাহরুখ খান। "ওর বয়স ৫৬ বছর! আপনি কি আমার সঙ্গে মজা করছেন?" একজন ভক্ত লিখেছেন এমনই। অন্য একজন যোগ করেছেন, "৫৬ বছর বয়সী শাহরুখের ছবি? বিশ্বাসই হচ্ছে না।"
advertisement
স্পেনের পাঠানের সেটের বেশ কয়েকটি ছবি অনলাইনে ফাঁস হওয়ার কয়েকদিন পরে শাহরুখের এই ছবি ভাইরাল। ছবিগুলো ভক্তদের সিনেমায় তাঁর লুক-এর প্রথম আভাস দিয়েছে। এই চরিত্রের জন্য অভিনেতা অনেক কসরত করেছেন। ফাঁস হওয়া ছবিগুলি ইঙ্গিত দেয়, নতুন কোনও গানের জন্য শাহরুখ এই লুক-এ ছবিটি তুলেছেন।
advertisement
আরও পড়ুন- আজ শুরু কোটিপতি লিগ! ক্রিকেটের রমরমার বাজারে এক কোটি টাকা পাবেন নীরজ চোপড়া
তিন বছর বিরতির পর শাহরুখ এই মাসের শুরুতে পাঠান সিনেমার ঘোষণা করেছিলেন। দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামও রয়েছেন পাঠান-এ। ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন শাহরুখ।
“আমি জানি দেরি হয়ে গিয়েছে… তবে তারিখটি মনে রাখবেন… পাঠানের সময় এখন শুরু হচ্ছে… ২৫শে জানুয়ারী, ২০২৩-এ সিনেমা হলে দেখা হবে। হিন্দি, তামিল এবং তেলেগুতে মুক্তি পাচ্ছে, পাঠান”, ঘোষণা করেছিলেন কিং খান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2022 6:32 PM IST