#মুম্বই: কেকেআর জার্সিতে আন্দ্রে রাসেল যে কটা দলের বিরুদ্ধে আইপিএলে ব্যর্থ হয়েছেন, তাদের মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস। শুধু রাসেল কেন? মহেন্দ্র সিং ধোনির বিপক্ষে যখন ক্রিস গেইল থাকতেন, তখন তিনিও ব্যর্থ হয়েছেন। ক্যারিবিয়ান পাওয়ার হিটারদের দানবীয় শক্তির মোকাবিলা করতে জানেন মহেন্দ্র সিং ধোনি। বল কোন জায়গায় রাখলে গেইল বা রাসেলদের বোকা বানানো যায়, ধোনির থেকে ভাল কে জানে?
শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে তিনি আর এখন যুক্ত নন। নতুন ফ্রেঞ্চাইজি লখনউ সুপার জায়ান্ট দলের মেন্টর হিসেবে কাজ করছেন তিনি। কিন্তু কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক হিসেবে দুটি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব রয়েছে একমাত্র গৌতম গম্ভীরের। সম্প্রতি তাকে প্রশ্ন করা হয়েছিল কেকেআর এবারেও আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে রেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা।
আরও পড়ুন - KKR, Umesh Yadav : কেকেআরের জার্সিতে জাতীয় নির্বাচকদের জবাব দিতে মরিয়া পেসার উমেশ যাদব
গম্ভীর বলেন এটা উত্তর দেওয়ার জন্য তিনি সঠিক ব্যক্তি নন। তাই কেকেআর ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে তার মন্তব্য করা উচিত নয়। তিনি যখন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে দলে নিয়েছিলেন তাদের যোগ্যতা নির্ধারণ করে নিয়েছিলেন। পরিসংখ্যানের বিচারে আইপিএলে রাসেল ৮৪ ম্যাচে ১৭০০ রান করেছেন। গড় তিরিশের কাছাকাছি।
বল হাতে পেয়েছেন ৭২ উইকেট। অন্যদিকে সুনীল নারিন আইপিএলে ১৩৪ ম্যাচে ১৪৩ উইকেট নিয়েছেন। রান করেছেন ৯৫৪। দুজনেই টি টোয়েন্টির আদর্শ ক্রিকেটার মেনে নিচ্ছেন গম্ভীর। তবে কেকেআর জার্সিতে শেষ দুটো আইপিএলে ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ রাসেল। এবার অবশ্য ওজন কমিয়ে নিজেকে ফিট করেছেন অনেকটা।
কেকেআরের সফল হওয়া এবং না হওয়ার পেছনে এবারেও রাসেল এবং নারিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ পঞ্চদশ আইপিএলের প্রথম ম্যাচ। কেকেআরের সামনে চেন্নাই। এমন একটা প্রতিপক্ষ যারা তুলনায় অনেক বেশি ম্যাচ জিতেছে। কিন্তু আন্দ্রে রাসেল জানেন এবার তার অগ্নিপরীক্ষা।
প্রথম ম্যাচ বুঝিয়ে দেবে কেকেআর কোন রাস্তায় হাঁটতে চলেছে। রাসেল এবং সুনীল নারিন দুই ক্যারিবিয়ান তারকা'র কাছে হলুদ জার্সিধারীদের হারানোর জন্য ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। পুরনো হিসেব মনে রাখতে চান না আন্দ্রে রাসেল। মুখে নয়, ব্যাট এবং বল হাতে জবাব দিতে চান এই ম্যাচে। সুনীল নারিন অবশ্য তার স্পিনার জাদুতে চেন্নাইকে কুপোকাত করতে তৈরি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Andre Russell, CSK vs KKR, IPL 2022