Wankhede stadium, IPL stats : কেকেআরের কাছে অপয়া মাঠ ওয়াংখেড়ে ! দুঃস্বপ্নের চাকা ঘোরানো চ্যালেঞ্জ নাইটদের

Last Updated:

CSK vs KKR take a look at Mumbai Wankhede stadium record in IPL so far. মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পরিসংখ্যান নিয়ে চিন্তায় নাইট রাইডার্স

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বেশিরভাগ ব্যর্থ হয়েছে কেকেআর
ওয়াংখেড়ে স্টেডিয়ামে বেশিরভাগ ব্যর্থ হয়েছে কেকেআর
এই মাঠে কেকেআরের জয় হাতেগোনা। এক কথায় অপয়া মাঠ। এই মাঠে বারবার রক্তক্ষরণ হয়েছে কেকেআরের। আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই মন্দ ভাগ্য কেকেআর কাটিয়ে উঠতে পারে কিনা সেটাই দেখার। মহারাষ্ট্র করিডরে আইপিএল ২০২২-এর সমস্ত ৭০টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই।
advertisement
advertisement
বিসিসিআই আধিকারিকরা মনে করছেন যে মহারাষ্ট্রে পুরো লিগ পর্বের আয়োজন করলে 'বিমানে ভ্রমণ এড়ানো যাবে যা কোভিড-১৯ এর ঝুঁকি অনেকটা কমিয়ে দেবে'।মহারাষ্ট্রে ৭০ টি ম্যাচ লিগ পর্ব অনুষ্ঠিত হবে এবং প্লে অফগুলি আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। ওই ৭০ টি ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম , ব্র্যাবোর্ন স্টেডিয়াম, নভি মুম্বই, ডি. ওয়াই পাতিল স্পোর্টস স্টেডিয়াম এবং পুনের উপকণ্ঠে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম জিও স্টেডিয়ামে।
advertisement
তবে দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম এসব পাত্তা দিতে রাজি নন। পেছন ফিরে তাকানোর মানে নেই বলছেন তিনি। তাছাড়া মাঠের দোষ নয়, খারাপ পারফরম্যান্সের কারণ ক্রিকেটারদের ব্যর্থতা মনে করেন তিনি। একটা মাঠ পয়া বা অপয়া হয় না। নিজেদের পারফরম্যান্স ভাল না হলে মাঠকে অযথা ভিলেন বানানোর পক্ষে নন ম্যাকালাম। টস জিতলে ব্যাট করবেন, না বল কিছুই বলেননি কেকেআর কোচ।
advertisement
তবে সাধারণত ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটা দল প্রথমে ব্যাট করা পছন্দ করে। সাধারণত ব্যাটিং উইকেটে হলেও, ফাস্ট বোলাররা কিছুটা সুবিধা পান। গড়ে প্রথম ইনিংসে ১৯০ রান ওঠে। আইপিএলে সর্বোচ্চ রান তুলেছিল আরসিবি (২৩৫)। সর্বনিম্ন কেকেআর (৬৭)। ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রান রোহিত শর্মার (১৭৩৩)। একটি ইনিংসে সর্বোচ্চ স্কোর এবি ডি ভিলিয়ার্স (১৩৩)। সবচেয়ে বেশি উইকেট লাসিথ মালিঙ্গার (৬৮)। একটি ইনিংসে সেরা বোলিং পারফরম্যান্স হরভজন সিং এর (১৮/৫)।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Wankhede stadium, IPL stats : কেকেআরের কাছে অপয়া মাঠ ওয়াংখেড়ে ! দুঃস্বপ্নের চাকা ঘোরানো চ্যালেঞ্জ নাইটদের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement