Shubhman Gill: সচিনের সামনেই গিলের শাসন! 'হবু জামাইকে' স্যালুট মাস্টারের

Last Updated:
গিলের তান্ডব দেখে হাততালি সচিনের
গিলের তান্ডব দেখে হাততালি সচিনের
আহমেদাবাদ: কথায় বলে বড় ক্রিকেটাররা ঠিক জানে কোন ম্যাচে জ্বলে উঠতে হয়। এই মুহূর্তে শুভমন গিল জানেন তিনি যা করতে চান তাই করতে পারেন। জীবনের সেরা ছন্দে আছেন। এবারের আইপিএলের তিনটে সেঞ্চুরি করে ফেললেন। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে যে সেঞ্চুরি করলেন গিল সেটা দেখে স্বয়ং সচিন তেন্ডুলকরকে হাততালি দিতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় লোকে বলে গিল নাকি সচিন তেন্ডুলকরের মেয়ে সারার সঙ্গে সম্পর্কে আছেন।
সেটা সত্যি না মিথ্যে আবশ্য জানা নেই। কিন্তু যাই হোক, গিল যে ব্যাটিং করলেন সেটা অনেকদিন মনে থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। হরভজন, সেহওয়াগ, এবি ডিভিলিয়ার, লাসিথ মালিঙ্গা প্রত্যেকে শুভমনের প্রশংসায় পঞ্চমুখ। বিশাল রান তুলল গুজরাত টাইটানস। ২৩৩ তাড়া করে জয় পাওয়া মোটামুটি অসম্ভব। তবে এবারের আইপিএলে মুম্বই পঞ্জাবের ২১৪ তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল।
advertisement
দলটা মুম্বই ইন্ডিয়ান্স বলেই এখনই বলে দেওয়া যাচ্ছে না ম্যাচটা শেষ হয়ে গিয়েছে। যদি রহিত শর্মা এবং সূর্য কুমার নিজেদের ঝলক দেখাতে পারেন ম্যাচটা জমে যাবে। তবে নকআউট ম্যাচে যারাই জিতুক, গিলের এমন ইনিংস মনে থাকবে অনেকদিন। সচিন ক্রিকেটের মাস্টার ব্লাস্টার দেখে নিলেন ভারতীয় ক্রিকেটের নতুন রাজপুত্র চলে এসেছেন। বিরাট কোহলি রাজা হলে শুভমন গিল নতুন রাজপুত্র। এই মুহূর্তে যার শাসনে আইপিএল সুপারহিট।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shubhman Gill: সচিনের সামনেই গিলের শাসন! 'হবু জামাইকে' স্যালুট মাস্টারের
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement