যে কোনও দিন হার্দিকে 'চাকরি' যাবে! ফিরছেন ক্যাপ্টেন রোহিত শর্মা! ভাইরাল ভিডিওতে হইচই

Last Updated:

Rohit Sharma vs Hardik Pandya: আইপিএল ২০২৪ নিলামের আগেও মুম্বাই ইন্ডিয়ান্স এতটা খবরে ছিল না। তবে এখন প্রায় রোজই সংবাদ শিরোনামে মুম্বই। এবার খবর ছড়াল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আজকের ম্যাচের আগে বা পরেই হয়তো রোহিত শর্মা মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে ফিরতে পারেন।

নয়াদিল্লি: আইপিএল ২০২৪ নিলামের আগেও মুম্বাই ইন্ডিয়ান্স এতটা খবরে ছিল না। তবে এখন প্রায় রোজই সংবাদ শিরোনামে মুম্বই। এবার খবর ছড়াল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আজকের ম্যাচের আগে বা পরেই হয়তো রোহিত শর্মা মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে ফিরতে পারেন।
এবার মুম্বই দলের অন্যতম কর্ণধার আকাশ আম্বানির গাড়িতে মুম্বইয়ের রাস্তায় দেখা গেল তাঁকে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন হিসেবে অপসারণের জল্পনা ছড়াচ্ছে।
গাড়িতে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম কর্ণধার আকাশ আম্বানির পাশে বসে থাকতে দেখা যায় রোহিত শর্মাকে। এমআইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত সামনের যাত্রীর আসনে ছিলেন। আকাশ গাড়ি চালাচ্ছিলেন। ম্যাচের আগে তাঁরা একসঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসেন।
advertisement
advertisement
আরও পড়ুন- পাঁচে-পাঁচ হল না রাজস্থানের, রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে নায় রাশিদ-তেওয়াটিয়া
এক্স হ্যান্ডলে এই ভিডিওর ছোট ক্লিক ভাইরাল হয়েছে। এমআই ক্যাম্পে বড় কিছু ঘটতে পারে বলে জল্পনা চলছে। এই ভিডিওটি এমন সময়ে এসেছে যখন মুম্বই কিছুটা অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে।
মুম্বই এবার আইপিএলের শুরুতে টানা ৩টি ম্যাচ হেরেছিল। যদিও শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে তারা। হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, দরকারের সময় পান্ডিয়ার ভুল সিদ্ধান্ত দলকে ডুবিয়েছে।
advertisement
রোহিত ও আকাশকে একসঙ্গে দেখা এই প্রথম নয়। এর আগে, সানরাইজার্স হায়দরাবাদের কাছে মুম্বইয়ের হারের পর ডাগআউটে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল পান্ডিয়া ও আকাশকে।
অন্যদিকে, ভারতীয় দলের ও বাংলার প্রাক্তন ব্যাটার মনোজ তিওয়ারি মনে করেন, এমআই-এর সুদিন না ফিরলে রোহিতকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হতে পারে। চেন্নাই সুপার কিংস ২০২২ সালে এমনটাই কিছু করেছিল। এমএস ধোনির জায়গায় অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় রবীন্দ্র জাদেজাকে। সিএসকে টানা পাঁচটি হারের পর আবার অধিনায়ক হন ধোনি।
advertisement
আরও পড়ুন- East Bengal: ৪-১ গোলে চরম লজ্জার হার,আইএসএলে স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের
হার্দিক গত বছরের নভেম্বরে গুজরাত টাইটান্সে দুই বছর কাটিয়ে মুম্বইতে ফিরে আসেন। তবে তিনি নাকি শর্ত দিয়েছিলেন, ক্যাপ্টেন হিসেবে তিনি ফিরতে পারেন দলে।
বাংলা খবর/ খবর/খেলা/
যে কোনও দিন হার্দিকে 'চাকরি' যাবে! ফিরছেন ক্যাপ্টেন রোহিত শর্মা! ভাইরাল ভিডিওতে হইচই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement