IPL 2024 GT vs RR: পাঁচে-পাঁচ হল না রাজস্থানের, রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে নায় রাশিদ-তেওয়াটিয়া

Last Updated:

IPL 2024 GT vs RR: আইপিএল ২০২৪-এ অবশেষে থামল রাজস্থান রয়্যালসের অশ্বমেধের ঘোড়া। টানা ৪ ম্যাচ জয়ের পর ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মরশুমের প্রথম হারের স্বাদ পেল সঞ্জু স্যামসনের দল।

আইপিএল ২০২৪-এ অবশেষে থামল রাজস্থান রয়্যালসের অশ্বমেধের ঘোড়া। টানা ৪ ম্যাচ জয়ের পর ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মরশুমের প্রথম হারের স্বাদ পেল সঞ্জু স্যামসনের দল। রুদ্ধশ্বাস ম্যাচে লাস্ট বল থ্রিলারে জয় পায় গুজরাত। রাজস্থানের জেতা ম্যাচ শেষ ২ ওভারে খেলা ঘুড়িয়ে দেন রাশিদ খান ও রাহুল তেওয়াটিয়া। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৬ রান করে রাজস্থান। রিয়ান পরাগ ৭৬ ও সঞ্জু স্যামসন ৬৮ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে ৭২ রান করেন শুভমান গিল। এছাড়া সাই সুদর্শন ৩৫, রাশিদ খান ২৪ ও রাহুল তেওয়াটিয়া ২২ রান করেন।
ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটান্স। শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের। ৪২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপ বাড়ে। সেখান থেকে দলের রাশ ধরেন অধিনায়ক সঞ্জু স্যামসন ও দুরন্ত ফর্মে থাকা রিয়ান পরাগ। উইকেট বাঁচানোর পাশাপাশি মারকাটারি ব্যাটিং করেন সঞ্জু ও রিয়ান।
চতুর্থ উইকেটে ১৩০ রানের পার্টনারশিপ করে দলকে শক্তিশালী জায়গায় পৌছে দেয় সঞ্জু ও রিয়ানের জুটি। অর্ধশতরান করেন দুজনেই। রিয়ান পরাগ ৪৮ বলে ৭৬ রান করে আউট হন। ৫টি ছয় ও ৩টি চারে সাজানো তাঁর ইনিংস। সঞ্জু শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৮ বলে ৬৮ রানে। ৭টি চার ও ২টি ছয় মারেন তিনি। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান করে রাজস্থান রয়্যালস।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়েছিল গুজরাত টাইটান্সের। ওপেনিং জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন অধিনায়ক শুভমান গিল ও সাই সুদর্শন। একটু ধীর গতিতে হলেও ৬৪ রান যোগ করেন তারা। সাই সুদর্শন ৩৫ রান করে আউট হন। এরপর একদিক থেকে গিল দাঁড়িয়ে থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে গুজরাত। নিজের অর্ধশতরান করেন গিল।
advertisement
শুভমান গিল ৭২ রানের আউট হওয়ার পর চাপে পড়ে যায় গুজরাত। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শাহরুখ খান আউট ১৪ করে। একটা সময় ম্যাচের রাশ ছিল পুরো রাজস্থানের হাতে। কিন্তু রাশিদ খান ও রাহুল তেওয়াটিয়া জুটি ম্যাচ উইনিং ইনিংস খেলেন। রাজস্থানের জয়ের গ্রাস মুখের সামনে থেকে কেড়ে নেন দুজন। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। রাহুল তেওয়াটিয়া ১১ বলে ২২ করে আউট হলেও ম্যাচ ফিনিশ করেন রাশিদ খান। শেষ বলে বাকি ছিল ২ রান। চার মেরে ম্যাচ ফিনিশ করেন রাশিদ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 GT vs RR: পাঁচে-পাঁচ হল না রাজস্থানের, রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে নায় রাশিদ-তেওয়াটিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement