IND vs SL, Rohit Sharma: বারবার মিস হচ্ছে সহজ ক্যাচ, ম্যাচ জিতলেও ফিল্ডিং নিয়ে খুশি নন রোহিত শর্মা

Last Updated:

Rohit Sharma feels Indian team fielding coach has some work to do. ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে খুশি নন অধিনায়ক রোহিত শর্মা

ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে খুশি নন রোহিত শর্মা
ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে খুশি নন রোহিত শর্মা
ব্যাটিং হোক বা বোলিং, পড়শি দেশের বিরুদ্ধে ম্যাচে আগাগোড়াই দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া। তাও ক্ষুব্ধ অধিনায়ক রোহিত শর্মা, কারণ অবশ্যই দলের ক্যাচ মিস করার প্রবণতা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে এক, দুই নয়, তিন-তিনটে ক্যাচ ছাড়েন ভারতীয় দলের ফিল্ডাররা। লঙ্কান ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে কামিল মিশারার ক্যাচ ছাড়েন বেঙ্কটেশ আইয়ার। তার দুই ওভার পরেই বাউন্ডারি বলের ফ্লাইট বুঝতে ভুল করে শ্রেয়স আইয়ারও ক্যাচ মিস করেন।
advertisement
advertisement
ম্যাচের শেষের দিকে ফাইন লেগে চরিথ আসালঙ্কার ক্যাচ ছাড়েন জসপ্রীত বুমরাহ। ম্যাচে অবশ্য তাঁর বিশেষ কোনো প্রভাব পড়েনি। তবে দলের এমন ফিল্ডিংয়ে স্পষ্টভাবে নিজের ক্ষোভ প্রকাশ করেন রোহিত। ম্যাচ শেষে রোহিত বলেন, বারবার একই ঘটনা ঘটছে। আমরা সহজ সহজ ক্যাচ ছাড়ছি। আমাদের ফিল্ডিং কোচকে এই বিষয়ে একটু কাজ করতে হবে। অস্ট্রেলিয়ায় (টি-টোয়েন্টি বিশ্বকাপে) আমরা সেরা ফিল্ডিং দল হিসাবে মাঠে নামতে চাই।
advertisement
শুধু শ্রীলঙ্কা নয়, আগের ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভারতীয় দল বেশ কিছু ক্যাচ মিস করেছে। রোহিত মাঠেই সেই বিষয়ে নিজের রাগও জাহির করেছেন। বারবার একই ভুল হওয়ায় রোহিতের রাগ হওয়াটা খুব অস্বাভাবিক বলে মনে হয় না। ভারতীয় দলের সেরা দুজন ফিল্ডার রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি। এই সিরিজে অবশ্য বিরাট নেই। রোহিত শর্মা মনে করেন বিশ্বকাপ জয় করতে হলে, ব্যাটিং এবং বোলিং এর পাশাপাশি ফিল্ডিং নিয়েও প্রচুর পরিশ্রম করতে হবে। সেই লক্ষ্যে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SL, Rohit Sharma: বারবার মিস হচ্ছে সহজ ক্যাচ, ম্যাচ জিতলেও ফিল্ডিং নিয়ে খুশি নন রোহিত শর্মা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement