WTC Final: ভারত সম্পূর্ণ প্রস্তুত! মেগা ফাইনালের আগে ইংল্যান্ডে হুঙ্কার অধিনায়ক রোহিতের

Last Updated:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমার আগে রোহিতের চ্যালেঞ্জ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমার আগে রোহিতের চ্যালেঞ্জ
লন্ডন: হাতে মাত্র একটা দিন। তারপরেই পরীক্ষার সামনে ভারতীয় ক্রিকেট দল। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরীক্ষা দিতে নামবে ভারত। দু’বছর আগে ওভালে এসেছিল টেস্ট সেঞ্চুরি। উপমহাদেশের বাইরে পাঁচদিনের ফরম্যাটে যা তাঁর একমাত্র শতরান। সেই অভিজ্ঞতাই রোহিত শর্মাকে শিখিয়েছে যে ইংলিশ কন্ডিশনে একজন ব্যাটসম্যান কখনই থিতু হন না। কারণ, যে কোনও সময় ধেয়ে আসতে পারে ঘাতক ডেলিভারি।
বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দখলের উত্তেজক লড়াই। তার জন্য রবিবারই ওভালে অনুশীলন শুরু করল টিম ইন্ডিয়া। প্রচারমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ইংল্যান্ডের কন্ডিশন ব্যাটারদের কাছে রীতিমতো চ্যালেঞ্জের। লড়াই করে টিকে থাকতে পারলেই আসবে রান। ২০২১ সালের ইনিংস আমাকে বুঝিয়েছে যে এখানে কখনই সেট হয়ে যাওয়া সম্ভব নয়।
advertisement
কারণ, আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল। ফলে সবসময় মনোসংযোগ ধরে রাখা জরুরি। কখন আক্রমণাত্মক থাকা দরকার আর কখন রক্ষণাত্মক, এই উপলব্ধিটা নিজে থেকেই আসবে। নিজের শক্তিটা কোথায়, এটাও বুঝে ফেলা দরকার। আইপিএলে প্রায় দু’মাস কুড়ি ওভারের ফরম্যাটে খেলার পর টেস্টে মানিয়ে নেওয়ার কাজটা কত কঠিন?
advertisement
advertisement
হিটম্যানের উত্তর, মানসিকভাবে তৈরি থাকতে হবে। প্রয়োজন অনুসারে বদলাতে হবে টেকনিকও। নিজেকেই বুঝতে হবে, কোথায় ভুল হচ্ছে। অবশ্য বছরের পর বছর ধরে আমরা এটাই করে চলেছি। তাতেই এসেছে সাফল্য। এখন তরুণদেরও সেই কথা বোঝানোর চেষ্টা করছি।
রোহিতের কাছে টেস্ট ক্রিকেটই সেরা ফরম্যাট। তাঁর কথায়, এটা প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানায়। গত তিন-চার বছর ধরে টেস্টে আমরা সাফল্য পেয়েছি। এবার শেষ হার্ডল টপকানোর সময় এসেছে। সহজাত মেজাজে খেলার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস জোগানো হচ্ছে তরুণদের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final: ভারত সম্পূর্ণ প্রস্তুত! মেগা ফাইনালের আগে ইংল্যান্ডে হুঙ্কার অধিনায়ক রোহিতের
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement