‘রিচা তো সব খেলাই জিতিয়ে ফেরেন...!’ বাঙালি কন্যার ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী মোদির
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
PM Modi Hails Richa Ghoshs Incredible Winning Streak : শিলিগুড়িতে ফিরেছেন ঘরের মেয়ে রিচা ঘোষ। গত কয়েকদিনে রিচা গোটা দেশের কাছে যথেষ্ট পরিচিত হয়ে উঠেছেন। তাঁর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
কলকাতা: আজ, শনিবার কলকাতায় বিশ্বকাপজয়ী রিচা ঘোষের সংবর্ধনা। সিএবি এই সংবর্ধনা দেবে। পুরুষ-মহিলা মিলিয়ে রিচাই একমাত্র বাঙালি ক্রিকেটার, যিনি বিশ্বকাপ জিতেছেন। ইডেনে তাঁকে সংবর্ধনা দেবে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। অনুষ্ঠান শুরু বিকেল ৫টা থেকে।
বাংলা থেকে প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ। তাঁকে চাকরির প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই জানিয়েছেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও আলাদা করে রিচার খেলার প্রশংসা শোনা গিয়েছে ৷
advertisement
advertisement
শুক্রবার শিলিগুড়িতে ফিরেছেন ঘরের মেয়ে রিচা ঘোষ। গত কয়েকদিনে রিচা গোটা দেশের কাছে যথেষ্ট পরিচিত হয়ে উঠেছেন। সম্প্রতি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের খেতাব জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল । গোটা টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে কার্যত গর্জন করেছেন বাংলার এই ক্রিকেটার। বেশ কয়েকটা ম্য়াচে তো তিনি ফিনিশারের ভূমিকাও গ্রহণ করেছিলেন। ৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়েছিলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। সেইসময় রিচার আলাদা করে প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
New Delhi: Cricketers Richa Ghosh, Radha Yadav and Sneh Rana interacted with Prime Minister Narendra Modi following India’s victory against South Africa in the Women’s ODI World Cup final pic.twitter.com/R6DbuSXq5e
— IANS (@ians_india) November 6, 2025
advertisement
বিশ্বকাপে সব চেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ধারে কাছেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে চায় সিএবি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2025 9:22 AM IST

