IND vs ENG: ইংরেজদের মুখের গ্রাস কেড়ে নিল ভারত! গিল-রাহুল-জাদেজা-সুন্দরদের ঐতিহাসিক লড়াই, ম্যাঞ্চেস্টারে নৈতিক জয় ভারতের

Last Updated:

IND vs ENG 4th Test: প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩১১ রানের লিড নেওয়ার পর অনেক তাবড় তাবড় ক্রিকেট বোদ্ধারাও ভাবতে পারেননি ম্যাঞ্চেস্টারে এই টেস্ট বাঁচিয়ে নেবে টিম ইন্ডিয়া। একইঙ্গে টিকে থাকবে সিরিজে।

News18
News18
প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩১১ রানের লিড নেওয়ার পর অনেক তাবড় তাবড় ক্রিকেট বোদ্ধারাও ভাবতে পারেননি ম্যাঞ্চেস্টারে এই টেস্ট বাঁচিয়ে নেবে টিম ইন্ডিয়া। একইঙ্গে টিকে থাকবে সিরিজে। সেই অসম্ভব কাজকেই সম্ভব করে দেখাল ভারত।
কিন্তু শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দররা যে ঐতিহাসিক লড়াকু ইনিংসটা খেলল, তা ক্রিকেট ইতিহাসে স্মরণীয় থেকে যাবে। পাহাড় প্রমাণ রানের চাপ সামলে ম্যাঞ্চেস্টারে ম্যাচ ড্র করে নৈতিক জয় হল ভারতের।
চতুর্থ দিনেই প্রায় সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ব্যাট করে বুঝিয়ে দিয়েছিল পরিস্থিতি যাই হোক, পিচে যতই অসমান বাউন্স থাকুক, ইংরেজ পেসাররা যতই বাউন্সার করুক, এই টেস্টে সহজে হাল ছেড়ে দেবে না ভারত।
advertisement
advertisement
শেষ দিনে কেএল রাহুল অল্পের জন্য নিজের শতরান মিস করেন। ৯০ রানে আউট হন তিনি। কিন্তু শুভমান গিল নিজের সেঞ্চুরি পূরণ করেন। বিশ্বে প্রথম হিসেবে গিল অধিনায়ক হিসেবে অভিষেক টেস্ট সিরিজে ৪টি সেঞ্চুরি করেন। ১০৩ রান করে আউট হন গিল।
গিল ও রাহুল আউট হওয়ার পর কিছুটা চিন্তা বাড়লেও তা দূর করে দেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ঠান্ডা মাথায় ব্যাট করে ভারতের হয়ে ম্যাচ বাঁচানো ইনিংস খেলেন ভারতের দুই অলরাউন্ডার।
advertisement
ম্যাঞ্চেস্টারে ঐতিহাসিক ইনিংস খেলে সেঞ্চুরি করে নিজেদের শতরান পূরণ করেন জাদেজা ও গিল। ১০৭ রানে জাদেজা ও ১০১ রানে ওয়াশিংটন সুন্দপ অপরাজিত থাকেন। ২০৩ রানের রেকর্ড পার্টনারশিপ করেন দুজনে।
সুন্দরের সেঞ্চুরি হতেই খেলা শেষ করার সিদ্ধান্ত নেয় দুই দল। ড্র-তে শেষ হল ম্যাঞ্চেস্টার টেস্ট। ৪২৫ রানে ৪ উইকেটে থামে ভারত। কার্যত হারা ম্যাচ ড্র করে সিরিজ বাঁচিয়ে রাখল ভারত। ওভারে ভারতের সামনে সুযোগ থাকবে সিরিজ ড্র করার।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ইংরেজদের মুখের গ্রাস কেড়ে নিল ভারত! গিল-রাহুল-জাদেজা-সুন্দরদের ঐতিহাসিক লড়াই, ম্যাঞ্চেস্টারে নৈতিক জয় ভারতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement