Shubman Gill: ক্রিকেট ইতিহাসে কারও নেই এই বিশ্বরেকর্ড! যা ম্যাঞ্চেস্টারে করে দেখালেন গিল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shubman Gill: ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফি টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেললেন ভারতের অধিনায়ক শুভমান গিল।
ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফি টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেললেন ভারতের অধিনায়ক শুভমান গিল। কেরিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক। যদিও সেঞ্চুরি করার কিছুক্ষণ পরেই আউট হয়ে যান তিনি। তবে এর মধ্যেই গড়ে ফেলেছেন একাধিক রেকর্ড। এই ইনিংসের মাধ্যমে গিল অধিনায়ক হিসেবে তার প্রথম টেস্ট সিরিজেই করলেন চতুর্থ সেঞ্চুরি। যা এর আগে অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে বিশ্বের কেউ করতে পারেননি।
এই কৃতিত্ব শুভমান গিলকে এককভাবে স্থান দিয়েছে ইতিহাসের শীর্ষে। তার আগে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছিলেন ডন ব্র্যাডম্যান, ওয়ারউইক আর্মস্ট্রং, গ্রেগ চ্যাপেল, বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ। তারা এখন এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে। অনেকেই শুরুতে প্রশ্ন তুলেছিলেন গিল অধিনায়কত্বের দায়িত্ব সামলে ব্যাটিংয়ে কেমন করবেন, কিন্তু এই সিরিজেই তার জবাব দিয়ে দিয়েছেন তিনি। ইতিমধ্যে ৪ টেস্টে ৭০০ রানের বেশি করে ফেলেছেন গিল।
advertisement
চতুর্থ টেস্টে তার এই ইনিংস ছিল চ্যালেঞ্জিং কন্ডিশনে এক অসাধারণ প্রতিরোধ। প্রথম ওভারেই যখন ভারত ০/২, তখন ব্যাট হাতে মাঠে নামেন গিল। সামনে ছিল ইংল্যান্ডের ৩১১ রানের বড় লিড, সঙ্গে পিচে ছিল অসমান বাউন্স। কিন্তু গিল ধৈর্য রেখে খেলেছেন, ১২টি চারের সাহায্যে গড়েছেন সেঞ্চুরি, স্ট্রাইক রেট রেখেছেন প্রায় ৪০-এর মতো। পুরো সময় তিনি রান তোলার চেয়ে উইকেট ধরে রাখায় মনোযোগী ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Shubman Gill: ডন ব্র্যাডম্যানের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন গিল, এমন নজির ১৪৮ বছরে রয়েছে মাত্র ৩ জনের
শেষ পর্যন্ত লাঞ্চের ঠিক আগেই জোফ্রা আর্চারের বলে আউট হন তিনি। তবু এই ইনিংসটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নেবে তার দৃঢ় মানসিকতা, দায়িত্ববোধ ও টেকনিক্যাল দক্ষতার জন্য। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই এমন ব্যাটিং নিঃসন্দেহে গিলকে ভারতের ভবিষ্যৎ নেতা হিসেবে আরও দৃঢ় ভিত্তি গড়ে দেবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 9:46 PM IST