Shubman Gill: ডন ব্র্যাডম্যানের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন গিল, এমন নজির ১৪৮ বছরে রয়েছে মাত্র ৩ জনের

Last Updated:

Shubman Gill: শুভমান গিল টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন। ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকের পর থেকেই গিল গড়ে চলেছেন একের পর এক বিরল রেকর্ড।

(Photo-AP)
(Photo-AP)
শুভমান গিল টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন। ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকের পর থেকেই গিল গড়ে চলেছেন একের পর এক বিরল রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টেস্টে অধিনায়ক হিসেবে চারটি সেঞ্চুরি করে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান এবং সুনীল গাভাসকারের সঙ্গে একই আসনে বসলেন ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক। টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে এক সিরিজে চারটি সেঞ্চুরি করার নজির শুধু এ তিনজনেরই।
শুভমান গিলের অধিনায়কত্বের অভিষেক হয় লিডস টেস্টে থেকে। সেই ম্যাচেই প্রথম ইনিংসে ১৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এরপর দ্বিতীয় টেস্টে, এজবাস্টনে প্রথম ইনিংসে করেন ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে করেন আরও ১৬১ রান। ধারাবাহিকভাবে দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণ ব্যাটার নিজের নেতৃত্বগুণের পাশাপাশি ব্যাট হাতেও নজর কেড়েছেন বিশ্বজুড়ে।
২৭ জুলাই, রবিবার ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে নিজের চতুর্থ সেঞ্চুরি করেন গিল। অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফির এই টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ক্রিস ওয়োকসের করা ৮৩তম ওভারের শেষ বলে এক রান নিয়ে শতরান পূর্ণ করেন গিল। এই সেঞ্চুরির মাধ্যমেই ইতিহাসে পাতায় নিজের নাম লেখান শুভমান গিল।
advertisement
advertisement
উল্লেখযোগ্য যে, ১৯৪৭-৪৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে ব্র্যাডম্যান পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরি করেছিলেন। গাভাসকার ১৯৭৮-৭৯ সালে ছয় ম্যাচে ভারতের হয়ে করেছিলেন চারটি সেঞ্চুরি। তবে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ৫টি সেঞ্চুরির রেকর্ড এখনও ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকটের দখলে। তিনি ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক সিরিজে ৫ সেঞ্চুরি করেছিলেন। গিলের কাছে পঞ্চম টেস্টে সেই রেকর্ড ছোঁয়া বা ভাঙার সুযোগও থাকছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shubman Gill: ডন ব্র্যাডম্যানের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন গিল, এমন নজির ১৪৮ বছরে রয়েছে মাত্র ৩ জনের
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement