Ravi Bishnoi India team : অনিল কুম্বলের ঋণ শোধ করতে পারব না, বলছেন তরুণ স্পিনার রবি বিষ্ণই

Last Updated:

Ravi Bishnoi credits Anil Kumble for his development. কুম্বলে স্যারের জন্যই সিনিয়র দলে জায়গা পেলাম, বলছেন রবি বিষ্ণই

কুম্বলে স্যারের জন্যই সিনিয়র দলে জায়গা পেলাম, বলছেন বিষ্ণই
কুম্বলে স্যারের জন্যই সিনিয়র দলে জায়গা পেলাম, বলছেন বিষ্ণই
জুনিয়র পর্যায়ের থেকে সিনিয়র পর্যায়ের ফারাক আকাশ-পাতাল। তাই খুশি হলেও আবেগ নিয়ন্ত্রণে রাখাই চ্যালেঞ্জ তরুণ লেগ স্পিনারের। এই তরুণ প্রতিভাকে নেওয়ার জন্য ২০২০ আইপিএলে নিলামে রীতিমত প্রতিযোগিতা চলেছিল পঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। অবশেষে দু কোটি টাকার বিশাল অঙ্কে তাকে দলে নিয়েছিল পঞ্জাব কিংস, শুরুতে তার মূল্য অথবা বেস প্রাইজ ছিল মাত্র কুড়ি লাখ টাকা।
advertisement
advertisement
পঞ্জাব কিংসের মেন্টর এবং প্রশিক্ষকরা কোনো গাফিলতি করেননি এরকম প্রতিভার বিকাশ ঘটাতে। দলে থেকে তিনি ২৩ ম্যাচ খেলে ২৪ উইকেট তোলেন এবং ইকোনমি রেট রাখেন ৬.৯৬। বর্তমানে তিনি জাতীয় দলের নির্বাচকদের নজরে ছিলেন। এবার তাকে চার কোটি টাকায় নতুন দল লখনউ নিয়ে নিয়েছে। তিনি বলেন, এটি একটি গর্বের মুহূর্ত তার ,পরিবার এবং প্রশিক্ষক সবার কাছেই।
advertisement
বিশ্বের শ্রেষ্ঠ প্লেয়ারদের মধ্যে থেকে তিনি নির্বাচিত হয়েছেন মেগা অকশনের আগেই। তাই জন্য তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। এমনকি তিনি মনে করেন লখনউতে তার জায়গা পাওয়ার পিছনে কে এল রাহুলের ভূমিকা আছে। রাহুল তার জন্য সুপারিশ করেছে নতুন দলের কাছে। তাই এখন তার মূল লক্ষ্য নতুন দলের হয়ে আইপিএলে বড় অবদান রাখা এবং রাহুলের সম্মান রক্ষা করা।
advertisement
কুম্বলে শিখিয়েছেন কঠিন সময়ে মনের জোর কিভাবে না হারাতে, আবার সাফল্যে ভেসে না যেতে। পা মাটিতে রেখেই চলতে চান বিষ্ণই। একটি সিরিজের জন্য সুযোগ পেয়ে খুশি হতে চান না। নিয়মিত সিনিয়র দলে জায়গা করে নেওয়াই লক্ষ্য। তার বিশেষত্ব হচ্ছে গুগলি। বড় বড় ব্যাটসম্যানদের বোকা বানিয়েছেন ওই ডেলিভারিতে।
কিন্তু কুম্বলে বুঝিয়েছেন একজন স্পিনারকে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে শুধু একটা ডেলিভারি সম্বল করলে হবে না। তাই চেষ্টা করেছেন ভ্যারিয়েশন বাড়াতে। নিয়ন্ত্রণের ওপর পরিশ্রম করেছেন অবিরত। প্রথম দলে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছেন। তবে দলে রয়েছেন সিনিয়র লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। সুযোগ পাওয়া সহজ নয়। রবি বলছেন সুযোগ পাওয়া তার হাতে নেই। প্রয়োজনে চাহালের থেকেও শিখতে চান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Bishnoi India team : অনিল কুম্বলের ঋণ শোধ করতে পারব না, বলছেন তরুণ স্পিনার রবি বিষ্ণই
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement