কলকাতায় এসেই 'পাঠান ২' সিনেমার হিরো খুঁজে পেলেন রশিদ খান! ফোন করবেন শাহরুখকে?
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: কলকাতায় এসেছে গুজরাত টাইটানস। শনিবার ইডেনে তাদের খেলা রয়েছে কেকেআরের বিরুদ্ধে। বিমানে কলকাতায় আসার একটি ভিডিও শেয়ার করেছে গুজরাত টাইটানস। সেখানে দেখা যাচ্ছে হার্দিক, শামি, রশিদ, বিজয় শংকর এবং অন্যান্য ক্রিকেটাররা মজা করছেন। সেখানে হঠাৎ বিমানের সিটে বসে বসে রশিদ খান আঙুল দিয়ে দেখালেন নুর আহমেদকে।
এই তরুণ আফগান স্পিনার শেষ ম্যাচ দুর্দান্ত বল করে তিন উইকেট তুলেছেন। চায়না ম্যান বোলার বেশ নজর টানছেন। দেখতেও সুন্দর। রশিদ খান নুর আহমেদকে দেখিয়ে বললেন এই হচ্ছে আমাদের নতুন হিরো। ওকে বলিউডে নামাতে হবে। পাঠান সিনেমার সেকেন্ড পার্ট এলে ও নায়ক হবে। আমি দেখছি শাহরুখ খানের সঙ্গে কথা বলা যায় কিনা।
advertisement
The excitement is palpable, the charm is irresistible. A journey to the city of joy, with joy 🙌😍#TitansFAM, here's another edition of Titans in Transit, exclusively for you 💙#AavaDe pic.twitter.com/mxeZtr28Je
— Gujarat Titans (@gujarat_titans) April 28, 2023
advertisement
কিন্তু পাশে বসা নুর আহমেদ হিন্দি এক বিন্দু বোঝে না। তাই রশিদ খান কি বললেন বুঝতে পারেননি আফগান স্পিনার। তবে পুরো ব্যাপারটাই আসলে মজা। এই তরুণ তুর্কিকে গাইড করে চলেছেন রশিদ খান। তিনি তার মেন্টর। আগেই রশিদ জানিয়েছেন কিভাবে উঠে এসেছে নুর। তাই আইপিএলের ঝাঁ চকচকে দুনিয়া দেখে যাতে এই তরুণ বোলার নিজের পায়ের তলার মাটি হারিয়ে না ফেলেন সেটাই দেখছেন অভিজ্ঞ আফগান তারকা।
advertisement
আর সারা পৃথিবীর মতোই শাহরুখ খান আফগানিস্তানেও দারুণ জনপ্রিয়। তাই তার সিনেমা মিস করেন না রশিদ। এবার খেলা সেই শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে। কলকাতার স্পিন সহায়ক উইকেট হলে রশিদ এবং নুর যে কেকেআর ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জ জানাবে তাতে সন্দেহ নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 9:03 PM IST