হোম /খবর /খেলা /
ফাইনালের প্রথম দিনে ব্যাকফুটে বাংলা, দ্বিতীয় দিনে বোলাররাই আশা দলের

Ranji Trophy Final 2023: ফাইনালের প্রথম দিনে ব্যাকফুটে বাংলা, দ্বিতীয় দিনে বোলাররাই আশা দলের

বাংলা বনাম সৌরাষ্ট্র

বাংলা বনাম সৌরাষ্ট্র

Ranji Trophy Final 2023: ইডেন গার্ডেন্সে রঞ্জি ফাইনালে টস হেরে প্রথম ব্যাটিং করে ১৭৪ রান করল বাংলা। জবাবে প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ৮১ রানে ২ উইকেট।

  • Share this:

কলকাতা: রঞ্জি ট্রফির মেগা ফাইনালের প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের ব্যাকফুটে বাংলা দল। প্রথমে টসে হার তারপর ব্যাটিং ভরাডুবি। শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল লড়াকু অর্ধশতরানের ইনিংস না খেললে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত লক্ষ্মীরতন শুক্লার দলকে। ম্যাচ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট। ১৭৪ রানেই শেষ হয়ে যায় বাংলার প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন শাহবাজ আহমেদ ও ৫০ রান করেন অভিষেক পোড়েল।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই বাংলার অর্ধেক দল সাজঘরে ফেরত চলে যায়। ইডেনে লাল বলের ক্রিকেটে বলা হয়ে থাকে দিনের প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কাটিয়ে দিতে পারলেই দিনভর ব্যাট করা অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু ঘরের মাঠে, চেনা উইকেটে সেই কাজটাই করতে পারলেন না বাংলার ব্যাটাররা। অনুশীলনে বেশি করে বাঁ হাতি পেসার খেললেও জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়ার আগুনে স্পেলের সামনে ধসে যায় বাংলার টপ অর্ডার।

ব্যাট করতে নেমে জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়ার দাপটে ৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলা। চতুর্থ উইকেট পড়তেও বেশি সময় লাগেনি। ৩৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে বাংলা। সাজঘরে ফেরত যায় বাংলার পুরো ব্যাটিং টপ অর্ডার। অভিমুন্য ঈশ্বরন, ফাইনালে অভিষেক হওয়া সুমন্ত গুপ্ত, সুদীপ ঘরামি, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার সকলেই ব্যর্থ হন। কিছুটা লড়াই করার চেষ্টা করেন শাহবাজ আহমেদ ও আকাশ ঘটক। দুজন মিলে জুটিতে ৩১ রান যোগ করে। ৬৫ রানে ষষ্ঠ উইকেট পড়ে বাংলার। ১৭ রান করে আকাশ ঘটক আউট হন চেতেন সাকারিয়ার বলে।

এরপর ইনিংসের রাশ ধরেন শাহবাজ ও অভিষেক। ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। শতরানের পার্টনারশিপ করেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। নিজের অর্ধশতরানও পূরণ করেন শাহবাজ আহমেদ। কিন্তু চা বিরতির শেষ বলে আউট হন শাহবাজ। ১৬৬ রানে সপ্তম উইকেট পড়ে বাংলার। ৬৯ রান করেস ডি জাদেজার বলে আউট হন শাহবাজ আহমেদ। চা বিরতির পর নিজের অর্ধশতরান করে আউট হন অভিষেক পোড়েলও। চিরাগ জানির শিকার হন তিনি। শেষের দিকে বাংলার টেলেন্ডাররা খুব একটা লড়াই দিতে পারেনি। ১৭৪ রানে অলআউট হয়ে যায়। ৩টি করে উইকেট নেন জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়া। ২টি করে উইকেট নেন চিরাগ জানি ও ডি জাদেজা।

আরও  পড়ুনঃ Lionel Messi: ফের 'বর্ষসেরা ফুটবলার' হলেন লিওনেল মেসি, হারিয়ে দিলেন এমবাপে-নেইমার-রোনাল্ডোকে

প্রথম ইনিংসে ১৭৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল সৌরাষ্ট্রের দুই ওপেনার হার্ভিক দেশাই ও জয় গোহিল। ওপেনিং জুটিতে ৩৮ রান করেন তারা। এরপর ব্যক্তিগত ৬ রান করে আকাশ দীপের বলে আউট হন জয় গোহিল। এরপর দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান হার্ভিক দেশাই ও বিশ্বরাজ জাদেজা। ৩৫ রান যোগ করেন জুটিতে। ৭৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ২৫ রান করে মুকেশ কুমারের শিকার হন বিশ্বরাজ জাদেজা। প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ২ উইকেটে ৮১। বাংলার ৯৩ রান পিছিয়ে। প্রথম দিনের শেষে চাপে বাংলা শিবির। দ্বিতীয় দিনে দ্রুত উইকেট তুলতে না পারলে সেই চাপ আরও বাড়বে।

Published by:Sudip Paul
First published:

Tags: Bengal Cricket Team, Bengal vs Saurashtra, Ranji Trophy Final