দেখে নিন সর্বাধিক ট্রফি জেতা ১০ জন ফুটবলারের তালিকা

 ৩৪টি ট্রফি জিতে এই তালিকায় দশ নম্বর স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

সর্বাধিক ট্রফি জেতার তালিকায় নবম স্থানে রয়েছেন প্রাক্তন পর্তুগীজ গোলকিপার ভিটর বাইয়া।

স্কটল্যান্ডের ফুটবলার ও কোচ কেনি ডালগ্লিস তার কেরিয়ারে ৩৫টি ট্রফি জিতে এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন।

৩৬টি ট্রফি জিতে তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কিংবদন্তী ফুটবলার রায়ান গিগস।

তলিকায় ষষ্ঠ স্থানে রযেছেন স্পেন ও বার্সেলোনার আরও এক কিংবদন্তী ও ইনিয়েস্তার সতীর্থ জেরার্ড পিকে।

কেরিয়ারে ৩৭টি ট্রফি জিতে ইনিয়েস্তার সঙ্গে একই আসনে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার ম্যাক্সওয়েল।

সর্বোচ্চ ট্রফি জেতার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন স্পেন ও বার্সেলোনার প্রাক্তন কিংবদন্তী আন্দ্রেজ ইনিয়েস্তা।

তৃতীয় স্থানে রয়েছেন মিশরের বছর ৩৬-এর মিডফিল্ডার হোসাম আসউর। 

৪২টি ট্রফি জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা  লিওনেল মেসি।

৪৪টি ট্রফি জিতে তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিলের ও বার্সেলোনার প্রাক্তন ডিফেন্ডার দানি আলভেস।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন