IPL Final: ঝেঁপে বৃষ্টি আহমেদাবাদে! IPL ফাইনাল ভেস্তে যাবে? ম্যাচ না হলে কার লাভ জানেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IPL 2025 Final- আজ যদি বৃষ্টিতে ফাইনাল ম্যাচ বাতিল হয়ে যায়, তা হলে কোন দলকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হবে! আইপিএলের নিয়ম জেনে নেওয়া যাক। আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে আছে।
কলকাতা: জুন মাসের শুরুতে কলকাতায় বৃষ্টি হতে পারে! আবহাওয়া দফতর এমন পূর্বাভাস দেওয়ার আগে বিসিসিআই হয়ে উঠেছিল ‘হাওয়া অফিস’! বৃষ্টির দোহাই দিয়ে কলকাতার ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই কর্তারা আচমকা আবহাওয়াবিদ হয়ে না উঠলে আজকের পঞ্জাব-মুম্বই ম্যাচ হয়তো হত ইডেনে!
দ্বিতীয় কোয়ালিফায়ারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ পিছিয়ে যায় ২ ঘণ্টা ১৫ মিনিট। কলকাতায় নয়, সেদিন আহমেদাবাদে বৃষ্টি হয়েছিল ঝেঁপে। আজ, আইপিএলের ফাইনালের দিনও একই ছবি।
আইপিএলের প্লে-অফ ইডেন থেকে সরানো হয়েছিল বৃষ্টির কারণ দেখিয়ে। রবিবার বিসিসিআই-এর মুখ পোড়ায় সেই বৃষ্টিই! রবিবার কলকাতায় বৃষ্টি হয়নি। উল্টে আহমেদাবাদে বৃষ্টি এমন হল যে ম্যাচ শুরু হল রাত ৯.৪৫ মিনিটে। আজ, মঙ্গলবার বিকেলে আবার আহমেদাবাদে বৃষ্টি। ম্যাচ হবে তো?
advertisement
advertisement
আরও পড়ুন- সৌরভের বায়োপিকে যৌন কেলেঙ্কারি ছায়া! নগ্ন ছবি চাওয়ার অভিযোগ! বাদ ‘বড় নাম’
বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস রবিবার বলেছিলেন, ”আমি আগেই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলাম, ইডেন থেকে প্লে অফ এবং ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এদিন এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেল।” কলকাতা থেকে ম্যাচ সরিয়ে কার্যত হাত কামড়াতে হয়েছে বোর্ড কর্তাদের। আজও ম্যাচ শুরু হওয়ার ঘণ্টা দেড়েক আগেও ঝেঁপে বৃষ্টি হল সেখানে।
advertisement
এই লিঙ্কে ক্লিক করে দেখুন আহমেদাবাদে এখন আবহাওয়া কেমন- https://x.com/PTI_News/status/1929881134097486002
প্রশ্ন হল, আজ যদি বৃষ্টিতে ফাইনাল ম্যাচ বাতিল হয়ে যায়, তা হলে কোন দলকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হবে! আইপিএলের নিয়ম জেনে নেওয়া যাক। আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে আছে। অর্থাৎ আজ বৃষ্টি হলে ম্যাচ বুধবার হবে। ২০২৩ সালের ফাইনালে হয়েছিল এভাবেই। বুধবারও যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে লিগ টেবিলে যে দল আগে শেষ করেছিল, তারাই চ্যাম্পিয়ন হবে। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল শ্রেয়স আইয়ারের পঞ্জাব। একই সংখ্যক পয়েন্ট নিয়েও নেট রানরেটের কারণে দ্বিতীয় স্থানে ছিল আরসিবি। অর্থাৎ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে পঞ্জাব কিংস।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 6:52 PM IST