দ্রাবিড় আবার আইপিএলে! ভারতের নতুন কোচ তা হলে কে? সবার আগে জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
VVS Laxman coach: রাহুল দ্রাবিড় এবার আইপিএলে! ভারতীয় দলের নতুন কোচ কে?
মুম্বই: আইসিসি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দল এবার নতুন কোচ পেতে চলেছে। বিসিসিআই-এর চুক্তি রাহুল দ্রাবিড়ের সঙ্গে শেষ। দ্রাবিড় আর টিম ইন্ডিয়ার সাথে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন না। ফলে বিশ্বকাপের পর নতুন কোচ খুঁজছে ভারতীয় বোর্ড।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দ্রাবিড়ের জায়গায় দলের দায়িত্ব নিতে পারেন আরেক এনসিএ প্রধান। ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি ছিল ভারতীয় বোর্ডের।
আরও পড়ুন- ‘‘আপনি নিরাশ আর প্রধানমন্ত্রী যদি মনোবল বাড়ান’’- মোদিকে নিয়ে আবেগে ভাসলেন শামি
রোহিত শর্মার নেতৃত্বে এবং দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল বিশ্বকাপ ফাইনালের আগে পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছিল। শিরোপা জিততে না পারায় আফসোস করেছেন রোহিত ও দ্রাবিড়।
advertisement
advertisement
ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পরে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ নতুন কোচ হতে পারেন। বিশ্বকাপের ঠিক পরেই শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষ হলেই লক্ষ্মণের নাম ঘোষণা করতে পারে বিসিসিআই।
আরও পড়ুন- মুম্বই ইন্ডিয়ান্স থেকে বাদ রোহিত শর্মা! আইপিএলে নতুন দলে খেলতে পারেন হিটম্যান
ভারতীয় দলের সাথে দুই বছরের মেয়াদ শেষ করার পর, কোচ রাহুল দ্রাবিড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোচ হিসেবে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। টিভি টুডে-র রিপোর্ট অনুযায়ী, দ্রাবিড় লখনউ সুপার জায়ান্টস দলে মেন্টর হিসেবে যোগ দিতে পারেন। এই দলের প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 25, 2023 6:04 PM IST