PV Sindhu Wins Gold: পায়ে ব্যান্ডেজ নিয়ে কমনওয়েলথ গেমসের ফাইনালে সোনা জয় পিভি সিন্ধুর

Last Updated:

এদিনের সিন্ধুর সোনা জয়ের ফলে ফের একবার বেজে উঠল জাতীয় সঙ্গীত৷ কানাডা ও সিঙ্গাপুরের পতাকার পাশাপাশি ওপরে উঠে গেল তিরঙ্গা পতাকা৷

PV Sindhu wins gold medal in Commowealth Games 2022- Photo Courtesy- Twitter
PV Sindhu wins gold medal in Commowealth Games 2022- Photo Courtesy- Twitter
#বার্মিংহ্যাম: অলিম্পিক্সের দুটো সোনা জয়ী পিভি সিন্ধু কমনওয়েলথ গেমসে নিজের প্রথম সিঙ্গলস  সোনা জিতলেন৷ কমনওয়েলথ গেমসে খেলার ফল ২১-১৫, ২১-১৩৷ স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন কানাডার প্রতিপক্ষ মিশেল লি-কে৷  সিন্ধু নিজের কমনওয়েলথ গেমসে তিনটি পদকই পরপর পেয়ে গেলেন৷ ব্রোঞ্জ জেতেন ২০১৪ তে এবং ২০১৮ তে রুপো জেতেন৷ এবার বার্মিংহ্যামে জিতলেন সোনা৷
সিন্ধু এদিন ম্যাচের শুরুতে পায়ের গোড়ালিতে স্ট্র্যাপ করে নামেন যা ম্যাচ চলাকালীন তাঁর মুভমেন্টকে প্রভাবিত করছে৷ কিন্তু তারপর তার ম্যাচের ফলাফলকে প্রভাবিত করেনি৷ দ্বিতীয় গেমের সময় গোটা কোর্টে দাপিয়ে বেড়াচ্ছিলেন৷
advertisement
advertisement
এদিনের সিন্ধুর সোনা জয়ের ফলে ফের একবার বেজে উঠল জাতীয় সঙ্গীত৷ কানাডা ও সিঙ্গাপুরের পতাকার পাশাপাশি ওপরে উঠে গেল তিরঙ্গা পতাকা৷
advertisement
সিন্ধু এদিন নিজের সোনা, রুপো এবং ব্রোঞ্জ মেডেলের সঙ্গে ছবিও তোলেন৷ নিজের পুরো টিমের সঙ্গে পোডিয়ামে ছবিও তোলেন৷ কিছু ফ্যানের সঙ্গে হাত মেলান৷ তাঁরা জীবনের এক দারুণ মুহূর্ত উপভোগ ছিলেন৷
ম্যাচ চলাকালীনও তাঁকে প্রচুর ফ্যানরা তাঁকে মোটিভেট করছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
PV Sindhu Wins Gold: পায়ে ব্যান্ডেজ নিয়ে কমনওয়েলথ গেমসের ফাইনালে সোনা জয় পিভি সিন্ধুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement