PV Sindhu Wins Gold: পায়ে ব্যান্ডেজ নিয়ে কমনওয়েলথ গেমসের ফাইনালে সোনা জয় পিভি সিন্ধুর

Last Updated:

এদিনের সিন্ধুর সোনা জয়ের ফলে ফের একবার বেজে উঠল জাতীয় সঙ্গীত৷ কানাডা ও সিঙ্গাপুরের পতাকার পাশাপাশি ওপরে উঠে গেল তিরঙ্গা পতাকা৷

PV Sindhu wins gold medal in Commowealth Games 2022- Photo Courtesy- Twitter
PV Sindhu wins gold medal in Commowealth Games 2022- Photo Courtesy- Twitter
#বার্মিংহ্যাম: অলিম্পিক্সের দুটো সোনা জয়ী পিভি সিন্ধু কমনওয়েলথ গেমসে নিজের প্রথম সিঙ্গলস  সোনা জিতলেন৷ কমনওয়েলথ গেমসে খেলার ফল ২১-১৫, ২১-১৩৷ স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন কানাডার প্রতিপক্ষ মিশেল লি-কে৷  সিন্ধু নিজের কমনওয়েলথ গেমসে তিনটি পদকই পরপর পেয়ে গেলেন৷ ব্রোঞ্জ জেতেন ২০১৪ তে এবং ২০১৮ তে রুপো জেতেন৷ এবার বার্মিংহ্যামে জিতলেন সোনা৷
সিন্ধু এদিন ম্যাচের শুরুতে পায়ের গোড়ালিতে স্ট্র্যাপ করে নামেন যা ম্যাচ চলাকালীন তাঁর মুভমেন্টকে প্রভাবিত করছে৷ কিন্তু তারপর তার ম্যাচের ফলাফলকে প্রভাবিত করেনি৷ দ্বিতীয় গেমের সময় গোটা কোর্টে দাপিয়ে বেড়াচ্ছিলেন৷
advertisement
advertisement
এদিনের সিন্ধুর সোনা জয়ের ফলে ফের একবার বেজে উঠল জাতীয় সঙ্গীত৷ কানাডা ও সিঙ্গাপুরের পতাকার পাশাপাশি ওপরে উঠে গেল তিরঙ্গা পতাকা৷
advertisement
সিন্ধু এদিন নিজের সোনা, রুপো এবং ব্রোঞ্জ মেডেলের সঙ্গে ছবিও তোলেন৷ নিজের পুরো টিমের সঙ্গে পোডিয়ামে ছবিও তোলেন৷ কিছু ফ্যানের সঙ্গে হাত মেলান৷ তাঁরা জীবনের এক দারুণ মুহূর্ত উপভোগ ছিলেন৷
ম্যাচ চলাকালীনও তাঁকে প্রচুর ফ্যানরা তাঁকে মোটিভেট করছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
PV Sindhu Wins Gold: পায়ে ব্যান্ডেজ নিয়ে কমনওয়েলথ গেমসের ফাইনালে সোনা জয় পিভি সিন্ধুর
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement