প্রেমিকার জন্মদিনে হোটেলরুমে নিয়ে গিয়ে ড্রাগ ওভারডোজের পর রেপ! তারপর পরিণতি হল মর্মান্তিক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এদিকে এই বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের পিসির ছেলে ছিল৷ পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ফেলেছে৷ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে৷
advertisement
এত মারাত্মক ছিল ঘটনাটি তাতে মেয়েটির শরীর অত্যন্ত খারাপ হয়ে যায়৷ শরীর এতটাই খারাপ হয়ে যায় ড্রাগ ওভারডোজের পর ধর্ষণে যে তাতে মেয়েটি একেবারে মারা যায়৷ এদিকে এই বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের পিসির ছেলে ছিল৷ পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ফেলেছে৷ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে৷ Photo- Representtative
advertisement
যোধপুর কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অমৃতা দুহন বলেছে ৫ অগাস্ট পুলিশ মহাত্মা গান্ধি হাসপাতাল থেকে সূচনা পায়৷ সেখান থেকেই রহস্যজনক মৃত্যুর খবর পায়৷ পুলিশ হাসপাতালে গেলে শব নিজেরা বাজেয়াপ্ত করে নেয়৷ যোধপুরে উদয়মন্দিরের থানা এলাকা রাজা রণছোড় মন্দিরের সামনের এক হোটেলে যুবতীর শরীর অসুস্থ হয়ে যায়৷ সেখানেই সন্দেহজনক অবস্থায় মৃত্যু হয়৷ Photo- Representtative
advertisement
advertisement
advertisement
advertisement