ডোপিংয়ের দায়ে চার মাস নির্বাসিত পৃথ্বী শ

Last Updated:

পৃথ্বীকে ১৫ নভেম্বর, ২০১৯ পর্যন্ত সাসপেন্ড করল বিসিসিআই ৷

#মুম্বই: ডোপ টেস্টে ধরা পড়ে সাসপেন্ড হলেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ৷ তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ ড্রাগ সেবনের অভিযোগ এসেছে ৷ যা সাধারণত কফ সিরাপেই পাওয়া যায় ৷ ডোপ পরীক্ষায় পজিটিভ ধরা পড়ায় স্বভাবতই অস্বস্তিতে পৃথ্বী ৷ তাঁকে ১৫ নভেম্বর, ২০১৯ পর্যন্ত সাসপেন্ড করল বিসিসিআই ৷
বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে,  মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেটার পৃথ্বী শ-কে ডোপিংয়ের নিয়ম লঙ্ঘনের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ৷ বিসিসিআইয়ের অ্যান্টি ডোপিং টেস্টিং প্রোগ্রামের অন্তর্গত মূত্র পরীক্ষায় পৃথ্বীর রিপোর্ট পজিটিভ বেরিয়েছে ৷ নমুনাতে যা পাওয়া গিয়েছে তা সাধারণত কফ সিরাপেই পাওয়া যায় ৷ ইনদওরে গত ২২ ফেব্রুয়ারি সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলাকালীন ডোপ পরীক্ষা হয় ৷ সেখানেই পৃথ্বীর মূত্রে টারবিউটালিন পাওয়া গিয়েছে ৷ যা WADA-র তালিকায় নিষিদ্ধ ৷ বিসিসিআইয়ের অ্যান্টি ডোপিং আইনের ২.১ ধারা অনুযায়ী পৃথ্বীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ডোপিংয়ের দায়ে চার মাস নির্বাসিত পৃথ্বী শ
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement