Prasidh Krishna : গতি এবং বাউন্সে বিপক্ষক ব্যাটসম্যানদের উড়িয়ে দিতে চান প্রসিদ্ধ কৃষ্ণ

Last Updated:

Prasidh Krishna wants to bowl fast and more accurate after 4 wickets vs West Indies. প্রসিদ্ধ কৃষ্ণ লম্বা রেসের ঘোড়া বলে দিলেন রোহিত। গতি এবং বাউন্সে বিপক্ষক ব্যাটসম্যানদের উড়িয়ে দিতে চান প্রসিদ্ধ কৃষ্ণ

প্রসিদ্ধ কৃষ্ণ লম্বা রেসের ঘোড়া বলে দিলেন রোহিত
প্রসিদ্ধ কৃষ্ণ লম্বা রেসের ঘোড়া বলে দিলেন রোহিত
বছর খানেক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে দেশের জার্সিতে আত্মপ্রকাশ ঘটেছিল তার। চার উইকেট তুলে নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। কিন্তু ধারাবাহিকতার অভাবে ভুগেছেন। এবার আবার চার উইকেট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করল। ৪৪ রানে দ্বিতীয় একদিনের ম্যাচে তারা জয়লাভ করেছে।
advertisement
advertisement
এই ম্যাচে যদি সবথেকে বেশি কোনও ক্রিকেটারের পারফরম্য়ান্স নজর কাড়ে, তাহলে তিনি অবশ্যই প্রসিদ্ধ কৃষ্ণা। বুধবার একাই তিনি চার উইকেট শিকার করেছেন। আর তাঁর পারফরম্যান্সের দৌলতেই ভারতীয় ক্রিকেট দল যে এই ম্যাচটা জিততে পেরেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। খুব স্বাভাবিকভাবেই ম্যাচের শেষে তাঁরই হাতে সেরার পুরস্কারটি তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত কৃষ্ণা।
advertisement
তিনি বললেন, অনেকদিন ধরেই আমি এই পারফরম্যান্সের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে সেই পারফরম্যান্সটা করতে পেরে, আমি যারপরনাই খুশি। তবে তার থেকেও বড় বিষয় হল আমরা ম্যাচটা জিততে পেরেছি। এর থেকে বড় কিছু আর হতে পারে না। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, আমি শুধুমাত্র ভালো জায়গায় বলটা রাখার চেষ্টা করে গিয়েছি। এমনকী আমি যখন ব্যাট করতে নেমেছিলাম, তখনও বল সুইং করছিল। তখনই বুঝতে পেরেছিলাম যে এই উইকেটে আমরা যখন বল করব, তখন আমার জন্য অনেককিছু থাকবে।
advertisement
আমি লাইন এবং লেংথটা বজায় রাখার চেষ্টা করেছি। তারপর তো বলই কথা বলেছে। যতটা পেরেছি নিজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। প্রসিদ্ধ মনে করেন গত কয়েক মাসে তিনি নিজেকে আরও ধারালো করে তুলেছেন। বিশ্বকাপ দলে থাকার জন্য নিজের সেরাটা দিতে মরিয়া ছয় ফুট, দুই ইঞ্চির পেসার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Prasidh Krishna : গতি এবং বাউন্সে বিপক্ষক ব্যাটসম্যানদের উড়িয়ে দিতে চান প্রসিদ্ধ কৃষ্ণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement