Rohit Sharma captain: চাহালকে বকুনি দেওয়া থেকে বোলিং পরিবর্তন, অধিনায়ক রোহিত দাবাং অবতারে !

Last Updated:

Rohit Sharma slams Yuzvendra Chahal on field for being lazy. যুজবেন্দ্র চাহালকে মাঠেই বকুনি দিলেন রোহিত

যুজবেন্দ্র চাহালকে মাঠেই বকুনি দিলেন রোহিত
যুজবেন্দ্র চাহালকে মাঠেই বকুনি দিলেন রোহিত
#আমেদাবাদ: হাতে খুব বেশি রান নেই। আমেদাবাদে দ্বিতীয় একদিনের ম্যাচেও টেনেটুনে মাত্র ২৩৭ রান তোলে ভারত। তবে বোলারদের দুরন্ত পারফরম্যান্স, সঙ্গে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার দুরন্ত নেতৃত্ব ভারতকে অল্প রান হাতে নিয়ে সিরিজ জিততে সাহায্য করে। কখন কোন বোলারকে আক্রমণে আনতে হবে, ফিল্ডিং কিভাবে সাজাতে হবে- একেবারে নির্ভুল ছিলেন রোহিত। যা দেখে উচ্ছ্বসিত সুনীল গাভাসকার, আজিত আগারকারদের মত প্রাক্তনরা।
গাভাসকার জানিয়েছেন অনেকেই হয়তো বলবেন দুর্বল দল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এটা মানতেই হবে মাত্র ২৩৭ রান নিয়েও ভারতের ম্যাচ জয়ের পেছনে বোলারদের যেমন অবদান আছে, তেমনই অধিনায়ক হিসেবে দুর্ধর্ষ নেতৃত্ব দিয়েছে রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে আবার প্রখর বুদ্ধির পরিচয় দিয়েছে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিং পরিবর্তন এবং ফিল্ডিং পরিবর্তন করে দেখিয়েছি। বুঝতে দেয়নি এত কম রান হাতে নিয়ে লড়ছে ভারত।
advertisement
advertisement
এটাই প্রমাণ করে ভারতীয় ক্রিকেট সঠিক অধিনায়কের হাতে আছে। পাশাপাশি গাভাসকার প্রশংসা করেছেন বিরাট কোহলির। অধিনায়ক ছাড়াও বিরাট যেভাবে দলের স্বার্থে ফিল্ডিং করছে সেটা অনবদ্য। গাভাসকার নিশ্চিত খুব তাড়াতাড়ি বড় রান করবেন বিরাট কোহলি। মাঠে ক্রিকেটারদের মধ্যে কী কথা হয় তা কিছুটা ধরা পড়ে স্টাম্প মাইকে।
advertisement
রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থদের কিছু কথা দ্বিতীয় এক দিনের ম্যাচেও ধরা পড়ল। তবে রোহিতের একটা কথা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪৫তম ওভারে। তার আগে মহম্মদ সিরাজের ওভারে ১১ রান নেয় ক্যারিবিয়ানরা। ওডিন স্মিথের ব্যাটে রান আসছিল সেই সময়। রোহিত বল তুলে দেন ওয়াশিংটন সুন্দরের হাতে।
advertisement
ফিল্ডারের জায়গা পাল্টানোর সময় যুজবেন্দ্র চহালের উদ্দেশে রোহিত বলেন, কী হয়েছে তোর? দৌড়চ্ছিস না কেন? যা, ওদিকে যা। ৪৪ রানে ম্যাচ জিতে নেয় ভারত। সেই সঙ্গে সিরিজও পকেটে তাদের। সাদা বলের ক্রিকেটে ঘরের মাঠে এই জয় অধিনায়ক রোহিতের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়াবে।
রোহিত জানিয়ে দিয়েছেন শুক্রবার সিরিজের শেষ ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে ভবিষ্যতের কথা মাথায় রেখে। এর ফলে হেরে গেলেও কিছু যায় আসে না। কারণ ইতিমধ্যেই একদিনের সিরিজ জিতে নিয়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma captain: চাহালকে বকুনি দেওয়া থেকে বোলিং পরিবর্তন, অধিনায়ক রোহিত দাবাং অবতারে !
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement