পাকিস্তানের ক্রিকেটারের বিস্ফোরক দাবি, আমায় সব সময় ধর্মান্তকরণের জন্য চাপ দেওয়া হত

Last Updated:

পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়া একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে কীভাবে ক্রিকেটারদের ধর্নান্তকরণের কথা বলা হয় তার উদাহরণ দিয়েছেন৷ তিনি বলেছেন  ড্রেসিংরুম হোক, খেলার মাঠ বা খাবার টেবিল, প্রতিদিনই আমার সঙ্গে ধর্মান্তরের নিয়ে কথা হত৷

ধর্মান্তকরণের জন্য তাঁকে চাপ দেওয়া হত - বিস্ফোরক দাবি দানিশ কানেরিয়ার
ধর্মান্তকরণের জন্য তাঁকে চাপ দেওয়া হত - বিস্ফোরক দাবি দানিশ কানেরিয়ার
নয়াদিল্লি: ২০২৩ সালের বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে তোলপাড় আর কিছুতেই বন্ধ হচ্ছে না৷  টিম ইন্ডিয়ার কাছে বড় হারের শিকার হতে হয়েছিল পাকিস্তানকে। এরপর থেকেই সমালোচকদের নিশানায় সেঁকে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আহমেদাবাদে দর্শকদের খারাপ আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার। এরই মধ্যে বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের এক হিন্দু ক্রিকেটার। তাঁর দাবি সর্বক্ষণই তাঁকে ধর্মান্তকরণের জন্য চাপ দেওয়া হত৷
পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়া একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে কীভাবে ক্রিকেটারদের ধর্নান্তকরণের কথা বলা হয় তার উদাহরণ দিয়েছেন৷ তিনি বলেছেন  ড্রেসিংরুম হোক, খেলার মাঠ বা খাবার টেবিল, প্রতিদিনই আমার সঙ্গে ধর্মান্তরের নিয়ে কথা হত৷
এর প্রমাণ হিসেবে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, সেটাও এখন ভাইরাল ভিডিও
advertisement
advertisement
ভিডিওটিতে মহম্মদ শাহজাদ ও শ্রীলঙ্কার তিলকরত্নের মধ্যে খিটিমিটি হতে দেখা যাচ্ছে। ভিডিওতে শাহজাদ শ্রীলঙ্কার দিলশানকে বলছেন, ‘‘আপনি যদি একজন অমুসলিম হন এবং আপনি ইসলামে ধর্মান্তরিত হন, তাহলে আপনি আপনার জীবনে যাই করুন না কেন, আপনি সরাসরি স্বর্গে যাবেন।’’
advertisement
ভিডিওতে মহম্মদ শাহজাদের কথা শোনা গেলেও এর উত্তরে দিলশান বলেন, ‘‘আমার স্বর্গ ভাল লাগে না।’’ শাহজাদকে এরপর  বলতে দেখা যায় আবার ফায়ার স্পেলের জন্য প্রস্তুত হও। ঘটনাটি ২০১৪ সালের। শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে যায়৷
মাঠ হোক বা ডিনার টেবল সবসময়েই ধর্মান্তকরণের  জন্য চাপ দেওয়া হত৷ সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে শতরান করার পর পাকিস্তানের উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান তাঁর ইনিংসটি উৎসর্গ করেছিলেন গাজার যুদ্ধবিধ্বস্ত নাগরিকদের জন্য৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচে মাত্র ১৯১ রান করতে পারে পাকিস্তান দল। জবাবে টিম ইন্ডিয়া ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান৷
advertisement
১৬ বছর বয়সে ধর্ম পরিবর্তন করেছিলেন
জানা যায়, শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান ও অলরাউন্ডার তিলকরত্নে দিলশান আগে মুসলিম ছিলেন। ১৬ বছর বয়সে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আগে তার নাম ছিল তুওয়ান মহম্মদ দিলশান। দিলশান শ্রীলঙ্কার হয়ে ৮৭টি টেস্ট, ৩৩০টি ওয়ানডে এবং ৮০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এদিকে এর আগে দানিশ কানেরিয়া জয় শ্রী রাম লিখে টিম ইন্ডিয়াকে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন। পাকিস্তানের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেছিলেন, আমাদের খেলোয়াড়রা ভাল ক্রিকেট খেলেনি। দল অবশ্যই ভাল শুরু করেছিল, তবে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবের সামনে তাঁরা খেলতেই পারেননি৷
বাংলা খবর/ খবর/খেলা/
পাকিস্তানের ক্রিকেটারের বিস্ফোরক দাবি, আমায় সব সময় ধর্মান্তকরণের জন্য চাপ দেওয়া হত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement