Viral Reels: পাকিস্তান দলকে বিরাটের জার্সি দেওয়া নিয়ে জোর জলঘোলা, কী বলছে নেটিজেনরা, ভিডিও দেখে বুঝুন

Last Updated:

Viral Reels: বিরাট এমনি এমনি জার্সি দেননি! তাঁর কাছ থেকে নাকি চেয়েই নিয়েছেন ...

বিরাট কোহলির জার্সি দেওয়া- Photo Courtesy- X handle video grab
বিরাট কোহলির জার্সি দেওয়া- Photo Courtesy- X handle video grab
আহমেদাবাদ: শনিবাসরীয় আহমেদাবাদে ২০২৩ বিশ্বকাপের মেগা ম্যাচ হয়েছে৷ ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত৷ এদিন ৭ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। ম্যাচের শেষে  বিরাট কোহলি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে একটি জার্সি উপহার দেন৷ ভারত-পাকিস্তান মৈত্রীর যা দারুণ এক ছবি বলে সকলে আলোচনা করেছে৷ বিরাট ও বাবরের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
তবে সম্প্রতি এটি নেহাতই সম্প্রতির ছবি নয় এমন প্রচার করে নতুন  একটি ভিডিও নেট দুনিয়া কাঁপাচ্ছে৷ যে  আরেকটি ভিডিও ভাইরাল হচ্ছে সেটায় ফ্যানরা দাবি করছেন, শাদাব খান কোহলির কাছে জার্সি চেয়েছিলেন। এ কারণে কোহলি তাঁকে তাঁর জার্সি উপহার দিয়েছেন।  X  অ্যাকাউন্টে সুপার ভাইরাল হয়েছে একের  পোস্ট৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
advertisement
advertisement
advertisement
কিকি নামের একটি এক্স অ্যাকাউন্ট আছে। এ নিয়ে দুটি ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে শাদাব ও কোহলিকে একসঙ্গে দেখা যাচ্ছে। হাত মেলানোর সময় কোহলির কানে ফিসফিস করতে দেখা যায় শাদাবকে। দ্বিতীয় ভিডিওতে কোহলি ও বাবর আজম রয়েছেন। বাবর কোহলিকে কিছু জিজ্ঞেস করলে কোহলিকে ইশারা করতে দেখা যাচ্ছে৷
X-অ্যাকাউন্টে  ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে শাদাব খান কোহলির কাছে একটি শার্ট চেয়েছেন। ভিডিওটি ভাল করে দেখলে সকলেই নাকি বুঝতে পারবেন এমনটাই দাবি করা হয়েছে। ট্যাগলাইনে আরও লেখা হয়েছে যে কোহলিকে ড্রেসিংরুমের দিকে ইশারা করতে দেখা যাচ্ছে৷
advertisement
এক্স হ্যান্ডেলে শেয়ার হওয়া এই  ভিডিওতে অনেক ফ্যান মন্তব্য করেছেন শাদাব কোহলির কাছে একটি শার্ট চেয়েছিলেন। এরপরই বিরাট তার জার্সি উপহার দেন। তবে এই ভিডিওটি যে এই ধরণের ঘটনাই ঘটছে কোনও আধিকারিক সূত্র থেকে তা নিশ্চিত করা হয়নি৷  তবে  ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর কোহলি বাবর আজমকে তাঁর অটোগ্রাফ করা জার্সি উপহার দিয়েছিলেন এই একেবারে নিশ্চিত ঘটনা যা ঘটেছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Reels: পাকিস্তান দলকে বিরাটের জার্সি দেওয়া নিয়ে জোর জলঘোলা, কী বলছে নেটিজেনরা, ভিডিও দেখে বুঝুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement