Viral Reels: পরণে অপূর্ব পোশাক , ইংল্যান্ড বধের পর আফগানি রহস্য সুন্দরী দারুণ নাচ, রইল ভাইরাল রিল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Reels: রবিবার প্রথমে ব্যাট করে ২৮৪ রান করার পর আফগানরা জস বাটলারের দলকে ৪০.৩ ওভারে ২১৫ রানে খতম করে দেয়৷
নয়াদিল্লি: রবিবারের ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটিও একপেশে হবে আর বিশ্ব চ্যাম্পিয়নরা খেতাবরক্ষার লড়াইতে নেমে আরও একটি ম্যাচে সহজে জয় হাসিল করবে এমনটাই সকলের ভাবনা ছিল কিন্তু না সেরকম কিছুই হয়নি, আফগানিস্তান ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ইংল্যান্ডকে পর্যদুস্ত করে আফগানিস্তানের দারুণ জয়৷ আর বিশ্বকাপে নতুন ইতিহাস তৈরি করার পর আফগানিস্তান রহস্যময়ী সুন্দরীর দুরন্ত নাচের পোস্ট সুপার ভাইরাল৷
আফগানিস্তান রবিবার ওডিআই বিশ্বকাপে ১৪ ম্যাচের হারের লম্বা সিরিজের অবসান ঘটিয়েছে৷ ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে পরাজিত করে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান।
রবিবার প্রথমে ব্যাট করে ২৮৪ রান করার পর আফগানরা জস বাটলারের দলকে ৪০.৩ ওভারে ২১৫ রানে খতম করে দেয়৷
advertisement
advertisement
আফগানিস্তানের মিস্ট্রি গার্ল এবং সোশ্যাল মিডিয়ার ওয়াজমা আইয়ুবি দারুণ এক ভিডিও পোস্ট করেছেন৷ নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন “আফগানিস্তান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ৬৯ রানে হারিয়েছে। আফগানিস্তানের সবাইকে অভিনন্দন। অবশেষে, দীর্ঘ অপেক্ষার পর আমরা আমাদের প্রথম বিশ্বকাপ জয় পেলাম। শুভকামনা #AfghanAtalan @ACBofficials. এবং আজ আফগানিস্তানের সমস্ত ভারতীয় ভাই ও বোনদেরকে অনেক ধন্যবাদ, ধান্যবাদ,” ওয়াজমা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করেছেন।
advertisement
দেখে নিন ভাইরাল রিল
Afghanistan defeats the current world champions by 69 runs. Congratulations to all of Afghanistan. Finally, we achieve our first World Cup win after a long wait. Well done #AfghanAtalan @ACBofficials ????????????????
And a big thank you to all our Indian brothers and sisters… pic.twitter.com/LtzflPrEtx— Wazhma Ayoubi ?? (@WazhmaAyoubi) October 15, 2023
advertisement
আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান, রশিদ খান এবং মহম্মদ নবী-র দুরন্ত বোলিং ডিফেন্ডিং বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হতবাক করে দিয়েছিল। তিন আফগান স্পিনার ইংল্যান্ডের ইনিংসকে লাইনচ্যূত করতে ১০৪ রানে ৮ উইকেট নিয়েছিলেন।
মুজিব উর রহমান এদিন বলেন, “ চ্যাম্পিয়নদের হারানো খুবই গর্বের মুহূর্ত। পুরো দলের জন্য এটি একটি দুর্দান্ত অ্যাচিভমেন্ট, আমরা এই দিনের জন্য কঠোর পরিশ্রম করেছি। আমরা এত বড় দলকে হারিয়েছি। বোলার এবং ব্যাটসম্যানদের থেকে এটি একটি দুর্দান্ত পারফরম্যান্স ছিল। একজন স্পিনার হিসাবে, পাওয়ার প্লেতে বল করা বেশ কঠিন, বৃত্তের বাইরে মাত্র দুইজন ফিল্ডার রাখা ছিল। এটি এমন কিছু যা আমরা নেটে প্র্যাকটিশ করেছি৷ ”
advertisement
এদিকে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন তিনি হতাশ বোধ করছিলেন৷ দিল্লিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পরে তাঁর দল এত রান দিয়েছে। তিনি এও বলেন এটা আফগানিস্তানের কৃতিত্ব, তারা ইংল্যান্ড দলকে ছাড়িয়ে গেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 9:08 AM IST