Imran Khan on ICC awards: আইসিসি পুরস্কারে পাকিস্তানের জয়জয়কার! বাবর, শাহিনদের বিশেষ বার্তা ইমরান খানের

Last Updated:

Imran Khan congratulates Babar Azam along with Shaheen Afridi and others for ICC awards. দেশের মুখ উজ্জ্বল করায় বাবর, ফতিমাদের শুভেচ্ছা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের

আইসিসির বর্ষসেরা পুরস্কারে একাধিক সম্মান জিতেছে পাকিস্তান
আইসিসির বর্ষসেরা পুরস্কারে একাধিক সম্মান জিতেছে পাকিস্তান
#ইসলামাবাদ: আইসিসি বর্ষসেরা পুরস্কারে পাকিস্তানের জয়জয়কার। বর্ষসেরা টি-টোয়েন্টি পুরুষদের ক্রিকেটার, বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা একদিনের পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা একদিনের দলের অধিনায়ক, সেরা উঠতি মহিলা ক্রিকেটার - একাধিক পুরস্কার জিতেছে পাকিস্তানের তারকারা। দারুণ গর্বিত প্রধানমন্ত্রী ইমরান খান। দেশের একমাত্র অধিনায়ক হিসেবে ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ দিয়েছিলেন ইমরান।
মাঝের সময়টা পাকিস্তান ক্রিকেটের দুঃস্বপ্নের মতো কেটেছে। কিন্তু আবার বিশ্ব ক্রিকেটে নিজেদের দাপট প্রমাণ করতে পেরেছে ইমরানের দেশ। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন ইমরান। দেশবাসীকে গর্বিত করেছে পাকিস্তান বার্তা দিয়েছেন তিনি। অবশেষে ফুরোল অপেক্ষা, ঘোষণা করা হল আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের নাম। ২০২১ সালে ফরম্যাটভেদে উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পুরুষ ক্রিকেটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।
advertisement
advertisement
টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতের বিরুদ্ধে অনবদ্য বল করেছিলেন তিনি। কে এল রাহুল এবং রোহিত শর্মাকে তুলে নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দিয়েছিলেন। শাহিনের পেস এবং সুইং সামলাতে পারেনি ভারত। সোমবার দুপুরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে শাহিনকে পুরস্কৃত করা হল। ২০২১ সালে সবমিলিয়ে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র ২২ গড়ে ৭৮টি উইকেট শিকার করেছেন পাকিস্তানের তরুণ বাঁহাতি পেসার শাহিন।
advertisement
অর্থাৎ উইকেটপ্রতি তার খরচ ছিল মাত্র ২২ রান। বছরে তার সেরা বোলিং ফিগার ছিল ৫১ রানে ৬ উইকেট। একইদিন পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডেতে সেরা নির্বাচিত হয়েছেন ৬ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৪০৫ রান করা বাবর আজম।
advertisement
আগেই বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানে উইকেট-রক্ষক মহম্মদ রিজওয়ান। ২৯ ম্যাচে ১৩২৬ রান করেছিলেন রিজওয়ান। গড় ছিল ৭৩.৬৬। টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান এবং ইন্ডিজের বিরুদ্ধে অনবদ্য ৮৭ করেছিলেন তিনি। এছাড়াও পাকিস্তানের ফতিমা সানা উঠতি মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসি সম্মান পেয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Imran Khan on ICC awards: আইসিসি পুরস্কারে পাকিস্তানের জয়জয়কার! বাবর, শাহিনদের বিশেষ বার্তা ইমরান খানের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement