Djokovic Australian Open : জকোভিচকে খেলতে না দিয়ে বিরাট ক্ষতি অস্ট্রেলিয়ান ওপেনের! পরের বছর ফিরিয়ে নেওয়ার ভাবনা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Novak Djokovic may be back for Australian open 2023. আর্থিক ক্ষতি সামলাতে পরের বছর মেলবোর্নে ফেরানো হতে পারে জকোভিচকে
#মেলবোর্ন: বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের সঙ্গে যা হয়েছে অস্ট্রেলিয়াতে সেটা আসলে কাঙ্খিত ছিল না। ৯ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ একরাশ বেদনা এবং অপমান নিয়ে ফিরে গিয়েছেন মেলবোর্ন থেকে। কিন্তু টেনিস অস্ট্রেলিয়া জানে জোকোভিচকে যদি পরের বছর আবার আটকানো হয় তাহলে অনেক টেনিসপ্রেমি মুখ ঘুরিয়ে নিতে পারেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। সে কারণেই কিছুটা নরম টেনিস অস্ট্রেলিয়ার প্রধান।
টানটান উত্তেজনার নাটক শেষে অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই দেশে ফিরতে হয়েছে নোভাক জোকোভিচকে। এই সময়ের পুরুষ টেনিসের ১ নম্বর তারকার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। সাধারণত অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করে কাউকে বের করে দিলে পরবর্তী তিন বছর সেই ব্যক্তি আর অস্ট্রেলিয়ায় ঢুকতে পারেন না। তাহলে কি জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেন ক্যারিয়ার শেষ হয়ে গেল—স্বাভাবিকভাবেই উঠেছে এই প্রশ্ন।
advertisement
advertisement
অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্ট কমিটির প্রধান ক্রেইগ টাইলি অবশ্য আজ আশার কথা শুনিয়েছেন জোকোভিচ-ভক্তদের। টাইল বলেছেন, রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সঙ্গে গ্র্যান্ড স্লাম পুরুষ একক জয়ের রেকর্ড ভাগাভাগি করা জোকোভিচ আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে ফেরার চিন্তাভাবনা করছেন। জোকোভিচের সঙ্গে যা কিছু হয়েছে তা ভুল–বোঝাবুঝির কারণেই হয়েছে বলছেন টাইলি।
advertisement
টাইলিকে জিজ্ঞেস করা হয়েছিল জোকোভিচ কি ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার চিন্তা করছেন কিনা। উত্তর দিতে দেরি করেননি টুর্নামেন্ট কমিটির প্রধান, হ্যাঁ, অবশ্যই। তাঁর ইচ্ছে ওরকমই। আসল কথা হল সে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ও অস্ট্রেলিয়ান ওপেন খেলতে ভালোবাসে। তাছাড়া নোভাক অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসের অন্যতম ধারাবাহিক তারকা।
আমাদের ওর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়নি। সারা অস্ট্রেলিয়া জুড়ে প্রচন্ড কঠিন নিয়ম ভাইরাস আটকাতে। এটা সরকারি সিদ্ধান্ত ছিল। ওর মতো তারকাকে আমরা সব সময় স্বাগত জানাই। প্রয়োজন হলে ব্যক্তিগত ভাবে কথা বলব।
advertisement
Craig Tiley says Novak Djokovic plans to come back to Australian Open in 2023, says the Serb "really loves" the Happy Slam https://t.co/yXWVGPeyKU
— Tennis Tracker (@TrackerTennis) January 23, 2022
তবে অস্ট্রেলিয়ান ওপেনের ভেন্যু মেলবোর্ন যে রাজ্যে অবস্থিত সেই ভিক্টোরিয়ার রাজ্যের সরকারপ্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজের কথা হতাশ করতে পারে জোকোভিচ-ভক্তদের, রাফা (নাদাল) ঠিকই বলেছে। সে (জোকোভিচ) টিকা নিলেই তো এত সব ঝামেলা হয় না।
advertisement
সব মিলিয়ে অস্ট্রেলিয়া সরকার, প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক নোভাক জোকোভিচকে দেশ থেকে বার করতে পেরে যুদ্ধ জয়ের ঘোষণা করলেও, সার্বিয়ান তারকাকে পরের বছর দেশের মাটিতে ফেরাতে উদ্যোগী টেনিস অস্ট্রেলিয়া তাতে সন্দেহ নেই। তাছাড়া নোভাক জোকোভিচ না থাকায় আর্থিক দিক থেকেও বিরাট ক্ষতি হয়েছে অস্ট্রেলিয়ান টেনিসের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2022 5:56 PM IST